মেয়রদের যাতায়াতের জন্য আলাদিনের কার্পেট দেয়ার দাবি

১৩৭৬ পঠিত ... ১৬:৩১, মার্চ ১৫, ২০২১

mayor ferry

মেয়র ফজলে নুর তাপসের জন্য নির্ধারিত ফেরিতে ওঠায় ব্যক্তিগত গাড়ির দুই যাত্রীকে বেদম পিটিয়েছে মেয়রের লোকেরা। গত ১৩ মার্চ শনিবার মাদারিপুরের বাংলাবাজার ফেরিঘাটে এই ঘটনা ঘটে। এমন ঘটনার পর মেয়রদের যাতায়াতের জন্য আলাদিনের জাদুর কার্পেট সরবরাহের দাবি উঠেছে বেশ জোরেশোরেই। 

মারধর করে ক্লান্ত মেয়রের লোকরা নিজেদের ফেক আইডি থেকে এমন দাবি তুলেছেন। ভুক্তভোগী কর্মীরা নিজেদের দুর্দশার কথা জানিয়ে বলেন, ‘মানুষকে মারতে তো কষ্ট লাগে রে ভাই। পরিশ্রমের কাজ। ৭-৮ জনকে খাটতে হয়। এর মধ্যে জায়গা-বেজায়গায় মারতে গিয়ে হাতে ব্যথা পাওয়ার চান্সও থাকে। কার্পেট দিলে মারার প্যারা নাই। কেউ উঠে গেলে ধাক্কা দিয়া ফালাইয়া দিলেই হয়ে গেলো।’

এ সময় হেলাল হাফিজের কবিতা থেকে কিছু অংশ আবৃত্তি করে তিনি বলেন, ‘একটা কার্পেট পেলে আমি আর কষ্ট দেবো না হাতকে, মারবো না কাউকে ঘুষিটা।’ 

mayor

শুধু যাতায়াত না, দায়িত্বশীল শাসকের মত জনগণের সুখ-দুঃখ দেখতেও একটা আলাদিনের কার্পেট লাগে- এমন যুক্তিও দেন অনেকে। একজন বলেন, ‘সমতল থেকে ঢাকাকে দেখলে বিষণ্ণতা ভর করে বসে। একটা কার্পেট হলে উপর থেকে দেখা যাবে। জানেনই তো, উপর থেকে ঢাকাকে লস অ্যাঞ্জেলসের মত লাগে। মনের শান্তিতে একটু ঘুমানো যায়।’

আলাদিনের এই কার্পেটে ঢাকা শহরের মশার সমস্যার ওয়ান স্টপ সলুশনও দেখছেন অনেক নগর পরিকল্পনাবিদ। এমনই একজন বলেন, ‘কার্পেটটা হাতে পেলে মশার বিরুদ্ধে উড়ে উড়ে যুদ্ধ করা যাবে। পেছন পেছন তাঁড়া করে একদম সাইজ কইরা ফেলবো।’ 

১৩৭৬ পঠিত ... ১৬:৩১, মার্চ ১৫, ২০২১

Top