'আগে ভর্তির আবেদন করে দেখান' -এক চান্সে ঢাবিতে ভর্তির আবেদনে সফল শিক্ষার্থী

৫৮৯ পঠিত ... ১৮:২৯, মার্চ ১৩, ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি
আবেদনের তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত সার্ভার সুবিধা না থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্মাতক প্রথম শ্রেণীর ভর্তি আবেদন আগামী রবিবার স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে, বিশ্ববিদ্যালয় সার্ভারের কারিগরি জটিলতা রুখতে পারেনি কিছু উদ্যমী শিক্ষার্থীকে। ঢাবিতে ভর্তি হবার মোটিভেশনে টইটম্বুর এই শিক্ষার্থীরা জটিলতার ফাঁক দিয়েই আবেদন করে ফেলতে সমর্থ হয়েছেন।
 
এরপর থেকেই এই শিক্ষার্থীদের আশেপাশে আর ঘেঁষা যাচ্ছে না। তাদের পাশ দিয়ে যাওয়ার সময় গুনগুন কণ্ঠে শোনা যাচ্ছে, ‘আগে ভর্তির আবেদন করে দেখান।’ শাহবাগ, উত্তরা, ফার্মগেট, মিরপুর, ধানমন্ডি এলাকায় বিভিন্ন কম্পিউটার দোকানের সামনে অনেক শিক্ষার্থী জড়ো হয়ে ‘আগে ভর্তির আবেদন করে দেখান' কোরাস গেয়ে যাচ্ছে বলেও নিশ্চিত করেছে একটি সম্পূর্ণ ভূয়া সূত্র।
 
এ বিষয়ে কথা বলতে চাইলে আবেদন করতে সফল হওয়া এক শিক্ষার্থী আমাদেরকে ‘আগে আবেদন করে দেখান’ বলে চলে যান। দয়াবশত একজন আমাদেরকে বলেন, ‘স্বপ্নের ঢাবিতে ভর্তি আবেদন করতে পেরেছি, এর চেয়ে খুশির ও সফলতার খবর আর কী হতে পারে। একটু তো আনন্দ করবোই। চান্স টান্স পরের বিষয়। পারলে আগে আবেদন করে দেখান। আমি ফেসবুক লাইফ ইভেন্ট অ্যাড করে আসি।’
 
খুশিতে কিছু কিছু শিক্ষার্থী ভাষাও হারিয়ে ফেলেছে। এমনই এক শিক্ষার্থীর পরিবার থেকে জানা যায়, কাল থেকেই তিনি কারো সাথে তেমন কোন কথা বলছেন না। কেউ কিছু জিজ্ঞেস করলেই বলছেন, 'আগে আবেদন করে দেখান।' উক্ত শিক্ষার্থীর মা বলেন, ‘বাসায় আসার পর জিজ্ঞেস করলাম ভাত খাবে কি না। প্রশ্নের কোন উত্তর না দিয়ে ভেংচি কেটে বললো, 'আগে আবেদন পেয়ে দেখান।’
 
এদিকে আবেদনে সফল হওয়া শিক্ষার্থীদের নিয়ে লিফলেটও ছাপিয়ে ফেলেছে অনেক কোচিং সেন্টার। ফার্মগেটের দেয়ালে দেয়ালে ঝুলছে আবেদনে প্রথম-দ্বিতীয় হওয়া সফল শিক্ষার্থীদের মিষ্টি মুখে হা করে থাকা ছবি। রবিবার আবেদন শুরু হবার আগে বুয়েটের ভাইয়া দ্বারা দ্রুত আবেদনের নিনজা টেকনিক শেখানোর স্পেশাল ক্লাসের ঘোষণাও দিয়েছে একাধিক প্রতিষ্ঠান।
 
এদিকে সার্ভার জটিলতা প্রসঙ্গে জানতে গিয়ে জানা যায়, সার্ভার সমস্যাটি যোগ্য শিক্ষার্থী বাছাইয়ের একটি মানদণ্ড হিসেবে স্থাপন করা হয়েছে। এ বিষয়ে একটি অবিশ্বস্ত সূত্র জানায়, ‘আবেদনে একটু তো কষ্ট করতেই হবে। আপনাদের মনে রাখা উচিত, এটা স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন আলতু ফালতু সুপার শপের আউটলেট না।’
৫৮৯ পঠিত ... ১৮:২৯, মার্চ ১৩, ২০২১

Top