বাংলাদেশে করোনার এক বছর: যে ১০টি অর্জনের কথা আপনি জানেন না

১৩৩৩ পঠিত ... ১১:২২, মার্চ ১১, ২০২১

bangladesh corona anniversary earki

 

১# চেয়ারম্যানের খাটের তলায় নতুন তেলের খনির সন্ধান পেলো আমেরিকা

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের খাটের নিচে তেলের খনি আবিষ্কার করেছেন ট্রাম্প। এমন আবিষ্কারে ক্ষমতা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে ট্রাম্প বলেন, ‘উই মেইক বাংলাদেশ গ্রেট এগেইন।’ ট্রাম্পের এমন কথায় বিএনপি মহলেও জোরশোরে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের বিএনপিতে যোগদানের পূর্বাভাসও দিচ্ছেন অনেকে।

 

২# বিএনপির আমলে বৈশ্বিক করোনা পরিস্থিতি আরো খারাপ ছিল: জানালেন গবেষক মাহমুদুল হাছান

এই প্রতিবেদনে বিএনপি আমলে দেশের শিল্প, প্রযুক্তি ও গবেষণায় অনগ্রসরতার উদাহরণ টেনে তিনি বলেন, ‘ভ্যাকসিনটাও আমাদের আমলেই আবিষ্কার হয়েছে। দেশের মানুষ আমাদের আমলেই করোনা ভ্যাকসিন নিতে পারছে।’

 

৩# করোনা মোকাবেলায় বৈশ্বিক রোল মডেল হলেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী

এ বিষয়ে তার অনুভূতি জানতে চাইলে একটু ইতস্তত ভঙ্গিতে তিনি বলেন, ‘ঘটনাটা আমি ঠিক জানি না। জেনে জানাচ্ছি।’ এরপরই তিনি হুট করে লাইন কেটে দেন। তবে কিছুক্ষণ পর নিজ থেকেই কল দিয়ে তিনি বলেন, ‘এতটুকু বলতে পারি, মডেলিং-টডেলিংয়ে আমার খুব একটা আগ্রহ নাই।’ 

 

৪# এক বছরে সত্তর হাজার লাঠির বাড়ি খেয়ে বিশ্বরেকর্ড করলেন পুরান ঢাকার হাসেম

জানা গেছে, 'দ্বিতীয় রেকর্ডটি এক বিএনপি কর্মীর। তবে ৬৯ হাজার পুলিশের লাঠির বাড়ি খেতে উনি সময় নিয়েছেন ৩ বছর। পুলিশের বাড়ি না হয়ে ছাত্রলীগের বাড়ি হলে রেকর্ডটা নিজের দখলেই থাকতো বলে জানিয়েছেন উক্ত কর্মী। রেকর্ডটি নিজের করে নিতে ছাত্রলীগের ভাইদের সহায়তা চান তিনি।'

 

৫# বিশ্ব খাদ্য সংস্থাকে ১০০ কোটি মানুষের চাল অনুদান দিলেন বাংলাদেশি চেয়ারম্যান

করোনার এক বছর না খেয়ে এবং এলাকার মানুষকে না খাইয়ে এই চাল জমিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান। ভবিষ্যতে এমন কোন মহামারি আসলে বৈশ্বিক সহায়তায় এগিয়ে আসবেন বলেও জানান এই মানবতার আন্তর্জাতিক ফেরিওয়ালা। পাশাপাশি তাকে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার জন্যও অনুরোধ জানান তিনি।

 

৬# করোনার সময় মজুদ করা চালে এলো ধানগাছের চারা: বাংলাদেশি চেয়ারম্যানের কৃষিবিপ্লব

ফর্মুলার কথা জানতে চাইলে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘খাটের তলায় ফেলে রাখলেই হয়ে যায়। এত ঝামেলার কিছু নাই। তবে ছয় মাস ফালায় রাখা দরকার এটলিস্ট।’ তবে ভালো বীজ পাওয়ার জন্য অবশ্যই বাংলাদেশি ত্রাণের চাল ব্যবহার করতে হবে বলে জানান তিনি। 

 

৭# বিবর্তনের পরবর্তী ধাপ শুরু হচ্ছে বাংলাদেশ থেকে, থুতনিতে নাক গজিয়েছে অনেকের

আমাদের প্রতিবেদক জানান, বাংলাদেশের অনেকেরই থুতনির পাশাপাশি চোখে, গলায়ও নাক গজাচ্ছে। মাস্ক থুতনিতে না পরে যারা সঠিক জায়গায় পরেছেন, বিবর্তনের এই ধাপে তারা অন্তর্ভূক্ত হবেন না। তবে যারা মুখে না পরে মাস্ক পকেটে রেখেছেন তাদের বিষয়ে সতর্কতা জারি করে এক গবেষক বলেন, নাকের জায়গা রেখে প্যান্ট সেলাই করবেন। 

 

৮# জেফ বেজোসকে ছাড়িয়ে ধনীর তালিকায় শীর্ষস্থান দখল করলেন মাস্ক ব্যবসায়ী মিজান

ইলন মাস্কের সাথে ফাইটের পর মাস্ক ব্যবসায়ী মিজানের সাথেও হেরে গিয়ে হতাশ জেফ বেজোস জানান, ‘এই মিজান কি ইলনের ভাই-ব্রাদার? এক মাস্কের লগেই পাইরা উঠতেছি না, আবার আরেকজন! মান সম্মান বাঁচাতে বাংলাদেশে গিয়া মাস্ক বিজনেসই শুরু করবো।’

 

৯# বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ আটকে দেয়ায় ‘দ্য স্যাভিয়র’ পদক পাচ্ছে কক্সবাজার ভ্রমণপিপাসুর দল

ভবিষ্যতে অন্যান্য মহামারী মোকাবেলায় কক্সবাজার ভ্রমণপিপাসু দলের সদস্যদের কাজে লাগানোর বিষয়ে বেশ আশাবাদী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই লক্ষ্যে এদেরকে মমি বানিয়ে সংরক্ষণের কথাও জানান তারা। 

 

১০# টানা ৪ মাস প্রতিদিন লকডাউন ভাঙার স্বীকৃতি পাচ্ছেন রাজাবাজারের রাজীব

একটি সূত্র জানায়, স্বীকৃতি হিসেবে সীমান্তে নিয়োগ পেতে পারেন তিনি। এছাড়া চীনের দ্য গ্রেট ওয়াল ভাঙ্গার ব্যাপারে ভারতের সাথেও চুক্তিবদ্ধ হতে পারেন বলে কয়েকটি সূত্র দাবি করেছে। 

১৩৩৩ পঠিত ... ১১:২২, মার্চ ১১, ২০২১

Top