পৃথিবীতে ফিরে আসতে চন্দ্রযানে একটা সিট ফাঁকা রাখার অনুরোধ করলেন সাঈদী

১৫৩৮ পঠিত ... ১৬:৩৯, মার্চ ০৪, ২০২১

saeedi

২০২৩ সালে স্পেসএক্সের এক মহাকাশযানে করে চাঁদে ঘুরতে যাবেন জাপানিজ ধনকুবের মায়েজাওয়া। সাথে করে সম্পূর্ণ ফ্রিতে ৮ জনকে ভ্রমণসঙ্গী করতে চান তিনি। ইতোমধ্যে ভ্রমণসঙ্গী পেতে বিজ্ঞপ্তিও দিয়েছেন।

স্যাটেলাইট ছাড়া বাঁশের তৈরি এক যানে করে এই খবর পৌঁছে যায় দীর্ঘ ৮ বছর চাঁদে বসবাস করা বাংলাদেশি চন্দ্রমানব দেলোয়ার হোসেন সাঈদীর কাছে। চাঁদের পৃষ্ঠে ভেসে উঠা এক বার্তা মারফত এই চন্দ্রমানব পৃথিবীতে ফিরে আসার ইচ্ছার কথা জানান। সেজন্য জাপানিজ এই ধনকুবেরের কাছে একটি সিট ফাঁকা রাখার অনুরোধও করেন তিনি।

দীর্ঘ আট বছর চাঁদে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসায় একটা শর্টট্রিপে পৃথিবীতে আসতে চান তিনি। অন্য এক সূত্র থেকে জানা যায়, চন্দ্রবাসের মাত্র ২ বছরের মাথায় ২০১৫ সালে বার্ধক্যজনিত কারণে চাঁদের বুড়ির মৃত্যু ঘটে। দীর্ঘ সময় চাঁদে একা থাকতে থাকতে চন্দ্রমানবের মনও কিছুটা বিক্ষিপ্ত হয়ে থাকতে পারে।

এতসব কারণের পাশাপাশি সাঈদি জানান, 'প্রায় চাঁদ থেকে পৃথিবীর দিকে উঁকি দেই। কিন্তু আমাকে চাঁদে দেখা যাওয়া নিয়ে পৃথিবীতে তেমন শোরগোল নাই। বিষয়টা একটু খতিয়ে দেখতেই আসবো। তাছাড়া পৃথিবীর মানুষের যেন আমাকে পৃথিবীতে দেখারও সৌভাগ্য হয়, সেইটার দরকার আছে না?'

এ পর্যায়ে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন, 'মেশিন-চেতনা কিছুই কাজ করতেছে না। একটু সার্ভিসিং করে না নিলে...'

কিছুটা আবেগপ্রবণ হয়ে তিনি আরো বলেন, 'লইট্টা ফিসগুলো শেষ হয়ে গেছে। অনেকদিন পৃথিবীর নাতনি-নাতিদেরও দেখি না। মনটা কেমন আনচান আনচান করে।'

তবে সাঈদি কর্তৃক এমন অনুরোধের খবরকে ভিত্তিহীন বলেছেন তিতুমীর। তিনি বলেন, 'সাঈদী সাব পৃথিবীতে আসতে যান লাগে নাকি! উনি একটা লাফ দিলেই চলে আসতে পারবেন। আর জাপানের ধনকুবের কি কুবের মাঝির ছোটভাই? ওর আবার রকেট হইছে কবে?'

১৫৩৮ পঠিত ... ১৬:৩৯, মার্চ ০৪, ২০২১

Top