হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাচ্ছে মোবাইলের কভার

১৮৩৪ পঠিত ... ১৯:১৩, মার্চ ০৩, ২০২১

ফেসবুক স্ক্রলিংয়ের ফাঁকে অনেকেরই চোখে পড়ে ছাত্রলীগের লোগো সম্বলিত একটি মোবাইল কভারের ছবি। তবে বাজারে নতুন আসা এই ব্যাককভারটি মোবাইল সেটের দোকানে নয়, বরং পাওয়া যাচ্ছে হার্ডওয়্যারের দোকানে।

chatroleague cover

এমন তথ্য পেয়ে আমরা নিকটস্থ একটি হার্ডওয়্যারের দোকানে গিয়ে দেখতে পাই, সত্যিই কভারটি সেখানে বিক্রি হচ্ছে। কেন এখানে এই কভার, তা জানতে চাইলে দোকানদার বলেন, 'ভাই, এইটা হইলো হার্ড কভার। এইটা দিয়া অনেক হার্ডকোর কাজকাম করা সম্ভব। তাই হার্ডওয়্যারের দোকানেই এইটা চলে বেশি।'

ঠিক কী কী কাজ এটা দিয়ে করা সম্ভব, জানতে চাইলে তিনি প্রথমে এটা দিয়ে দেয়ালে একটি পেরেক পুতে দেখান। এছাড়াও হকি খেলায় এই কভার ব্যবহার করা সম্ভব বলেও জানান তিনি।

অনেকেই এই কভার দিয়ে হেলমেটের কাজ চালিয়ে নিচ্ছে, এমনটা জানিয়ে তিনি আরও বলেন, 'মাথায় খালি এই কভারটা টেপ দিয়ে লাগায় রাখবেন, হেলমেট লাগব না। এক্কেরে সেফটি।'

তবে অনেকেই বলছেন, এই কভারটি ফোনে ইউজ করলে সেই ফোন দিয়ে স্বাধীন মত প্রকাশ করলে কোনো সমস্যা হবে না। যদিও কভারটির বিক্রেতারা একটু নিচু গলায় এ ধরনের সম্ভাবনা নাকচ করে দেন। 

১৮৩৪ পঠিত ... ১৯:১৩, মার্চ ০৩, ২০২১

Top