ফেসবুক নিয়ে আসছে 'প্রাইস প্লিজ' রিয়্যাক্টর

৪২২ পঠিত ... ১৬:৩৭, মার্চ ০৩, ২০২১

price plz

'ইনবক্স প্লিজ' নোটের পর ফেসবুক ইকোনমি ডিপার্টমেন্ট ফেসবুকে যোগ করছে 'প্রাইস প্লিজ' রিয়্যাক্টর। বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের 'প্রাইস প্লিজ' শব্দযুগলের বহুল ব্যবহারের উপর ভিত্তি করে এমন ফিচার আসছে বলে জানান তারা।

ফেসবুকের এক কর্মকর্তা eআরকিকে জানান, 'আমাদের বিশেষজ্ঞ টিম ধারণা করছেন, এই শব্দ দুটো বিশেষ এক ধরণের অনুভূতি প্রকাশ করে। যা আসলে কোনো কমেন্ট নয়, একটি আবেগ বা রিয়্যাকশন। ফলে এক ক্লিকেই যেন এই অনুভূতি প্রকাশ করা যায়, তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি। এতে ফেসবুক ব্যবহার হয়ে উঠবে আরো সহজ।'

এছাড়াও তিনি যোগ করেন, 'এত বেশিবার এই একই কথা কমেন্টে লেখা হয় যে, আমাদের সার্ভারের উপর প্রেশার পড়ে। রিয়্যাকশন দেয়া গেলে ব্যাপারটা সবার জন্যই সহজ।'

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ফেসবুক কারেন্সি চালু করার ধারণাও এই শব্দযুগল থেকেই পেয়েছেন বলে জানা যায়। ফেসবুকের এক কর্মকর্তা বলেন, 'এফ-কমার্স পেজগুলোর কমেন্টবক্সে এই শব্দের ব্যবহারে আমরা নিশ্চিত হয়েছি এটা অর্থনীতির সাথেও সংযুক্ত। ফেসবুক কারেন্সি আনলে তার নামও হবে 'প্রাইস প্লিজ'। ধারণা করছি, শুধু বাংলাদেশের বাজার দিয়েই বিশ্বের সব ধরণের অনলাইন কারেন্সিকে পেছনে ফেলতে পারবো আমরা।'

'টাকা দিয়ে অনুভূতি কেনা যায় না' যারা বলেন, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে ফেসবুক থেকে বলা হয়, 'প্রাইস প্লিজ নামক কারেন্সি দিয়েই আমরা "প্রাইস প্লিজ" অনুভূতি কিনবো।'

৪২২ পঠিত ... ১৬:৩৭, মার্চ ০৩, ২০২১

Top