পাস্ট পারফেক্ট টেন্সের বাস্তব প্রমাণ দিলেন পি কে হালদার

১২২৪ পঠিত ... ২১:৪৫, মার্চ ০১, ২০২১

প্রশান্ত কুমার (পি কে) হালদার ১০ হাজার কোটি টাকার বেশি আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহার করেছেন বলে আদালতে জানিয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ -এসবির ইমিগ্রেশন শাখা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেল ৩টা ৩৮ মিনিটে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে চলে যান পি কে হালদার। ২০১৯ সালের ২২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন তার বিদেশগমনের ওপর নিষেধাজ্ঞা দেয়, যা ইমিগ্রেশন পুলিশ পায় ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টায়। তার আগেই সে পালিয়ে যায়।’

pk

তবে ঘটনাটি জানতে পেরে অবাক বা হতাশ না হয়ে খুশি হয়েছেন স্কুল-কলেজের কিছু ইংরেজি শিক্ষক। পাস্ট পারফেক্ট টেন্সের এমন বাস্তব উদাহরণ ইদানিং তেমন আর দেখা যায় না, এমনটা জানিয়ে এক স্কুলশিক্ষক বলেন, 'ডাক্তার আসার পূর্বেই রোগী মরিয়া গেলো, এই এক উদাহরণ দিয়ে আর কতদিন পাস্ট পারফেক্ট টেন্স পড়াবো! শিক্ষার্থীরা বাস্তব উদাহরণ দিয়ে বোঝালেই সবচেয়ে ভালো বোঝে। আগামী কয়েক বছর পিকে সাহেবের নিউজটা দিয়েই বোঝাবো।'

এ পর্যায়ে তিনি আমাদেরকেও বোঝাতে শুরু করেন, 'দেখেন পূর্বে কোন ঘটনাটা ঘটসে? পালায়া যাওয়া। মানে এখানে পালায়া যাওয়া হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর ইমিগ্রেশনের হাতে নিষেধাজ্ঞা পৌছানো হলো পাস্ট ইন্ডিফিনিট টেন্স। বুঝলেন ব্যাপারটা?'

তবে ইংরেজির টিচাররা খুশি হলেও সবার প্রতিক্রিয়া এমন নয়। এ প্রসঙ্গে একজন সমাজবিজ্ঞানের শিক্ষক বলেন, 'স্টুডেন্টদের নাহয় এই ঘটনাটা দিয়ে টেন্স শিক্ষা দেয়া যাবে। কিন্তু কর্তৃপক্ষের শিক্ষা হবে কবে?'

১২২৪ পঠিত ... ২১:৪৫, মার্চ ০১, ২০২১

Top