প্রকাশিত হওয়ার আগেই বই হাতে পেয়ে যাচ্ছেন পাঠকরা

২০৪৭ পঠিত ... ২০:০৫, ফেব্রুয়ারি ২৮, ২০২১

154765719_173588611237641_5792380699353713909_n

 

বছর বছর প্রকাশিত হওয়ার আগেই বইয়ের চতুর্থ মুদ্রণ চলে আসা নিয়ে দারুণ চাঞ্চল্য তৈরি হয় বাংলাদেশে। সম্প্রতি ঘটেছে এমন আরো একটি চাঞ্চল্যকর ও রোমাঞ্চকর ঘটনা। এবার প্রকাশিত হওয়ার আগেই বই হাতে পেয়ে গেছেন বলে জানান বর্তমান সময়ের গুণী এক লেখকের গুণমুগ্ধ এক ভক্ত।

ভক্তের এমন দাবি লেখককে গর্বিত করার পাশাপাশি অবাক করেছে। অনেকে হাসাহাসি করলেও এমন মধুর দুর্ঘটনার শিকার লেখক আমাদের জানান, 'প্রথমে আমিও বিশ্বাস করিনি। পরে মনে হলো, এমনটা হতেই পারে। হয়তো লোকটা আমার বই পড়ার তর সইতে না পেরে টাইম ট্রাভেল করে ফেলেছে। কিংবা হতে পারে ভক্তটি স্বয়ং ছাপাখানার ভুত।'

ভুত সমাজেও মনুষ্য লেখকদের জনপ্রিয়তা বাড়ার এমন সম্ভাবনাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। এমনই একজন বলেন, 'দেশে তো এমনি পাঠকের বেশ অভাব। ভুত সমাজ পাঠক হয়ে গেলে অন্তত কিছু বই বেশি বিক্রি হবে। ওদেরকে ভুলভাল বুঝিয়ে তিন-চার কালারের বই বের করে গছিয়ে দেয়া যাবে।'

প্রকাশের আগেই বই হাতে পেয়ে যাওয়া উক্ত পাঠকের সাথেও যোগাযোগ করি আমরা। তিনি কোন সমাজের পাঠক এমনটা না জানালেও প্রিয় লেখকের বইয়ের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, 'ভাইয়ের সামনের বইটা লেখার আগেই পড়তে চাই।'

২০৪৭ পঠিত ... ২০:০৫, ফেব্রুয়ারি ২৮, ২০২১

Top