তামিমাকে নিয়ে অনুসন্ধানের জন্য পুলিৎজার অ্যাওয়ার্ড পাবেন বাংলাদেশি সাংবাদিকরা

৫৭৭ পঠিত ... ১৫:১৫, ফেব্রুয়ারি ২৫, ২০২১

nasir tamima media

ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিতা স্ত্রী তামিমাকে নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সাংবাদিকতার সবচেয়ে সম্মানীয় স্বীকৃতি 'পুলিৎজার' অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন একদল বাংলাদেশি সাংবাদিক।

জীবনের ঝুঁকি নিয়ে তামিমার বিয়ে ও স্বামী সংখ্যা বের করার চ্যালেঞ্জিং সাংবাদিকতার জন্য এই পুরষ্কারটি পাবেন তারা। স্বয়ং পুলিৎজারই বাংলাদেশি সাংবাদিকদের হাতে এই পুরস্কার তুলে দিবেন বলে জানান সংস্থাটি।

পুলিৎজার নিজে eআরকিকে জানান, 'বাংলাদেশি সাংবাদিকদের এই কাজ ওয়াটার গেট কেলেঙ্কারির 'অল দ্য প্রেসিডেন্স মেন' অনুসন্ধানকেও হার মানিয়েছে। এর স্বীকৃতি স্বরূপ আমি নিজ হাতে ওদেরকে ধরে এনে এই পুরস্কার দিবো।'

এমন আন্তর্জাতিক অর্জন সম্পর্কে জানতে চাইলে পুরস্কার প্রাপ্তির দলে থাকা অসময় টিভির এক ডজন সাংবাদিক জানান, 'এই জার্নিটা এতটাও সহজ ছিলো না। প্রতি পদে পদে ছিলো প্রাণ হারানোর শঙ্কা। কিন্তু দেশ ও জাতিকে এমন ভয়াবহ বিপর্যয় থেকে উদ্ধার করতে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হতো। জীবনের ঝুঁকিকে পাশ কাটিয়ে এই দায়িত্ব নিয়ে তামিমার মুখোশ উন্মোচন করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।'

দেশের স্বার্থে এমন অনুসন্ধানী কাজে নিজেদের সাংবাদিকতা জীবন কাটিয়ে দিতে চাওয়ার আশা ব্যক্ত করে একজন বলেন, 'নতুন কোন সেলিব্রেটি বিয়ে করলে দয়া করে আমাদেরকে জানাবেন। আমরা কাজে নেমে পড়বো।'

৫৭৭ পঠিত ... ১৫:১৫, ফেব্রুয়ারি ২৫, ২০২১

Top