ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্ক পড়ার জন্য খোলা হবে নতুন ডিপার্টমেন্ট?

৫৮০ পঠিত ... ১৩:২১, ফেব্রুয়ারি ২১, ২০২১

152938158_885312212269785_1104991491871784365_n

দেশের শিক্ষাব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মুক্ত করতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। শহীদ দিবস উপলক্ষে ব্যানার মারফত দেয়া এক ঘোষণায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এমনটা নিশ্চিত করেছে।

ব্যানারের ঘোষণা দেখে ধারণা করা হয়, মাস্ক সংক্রান্ত পড়ালেখা নিয়ে নতুন একটি বিভাগ খুলবে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ। বিভাগটি পরিচালিতও হবে প্রক্টোরিয়াল টিম কর্তৃক।

এই বিষয়ে কথা বলতে গেলে প্রক্টোরিয়াল টিমের এক ফেইক সদস্য আমাদের জানান, 'মাস্কের অর্থনীতি, মাস্কের বিজ্ঞান, মাস্কের বিজনেস, মাস্কের দর্শন, মাস্ক ও ভাইরাসের সম্পর্ক, মাস্ক ও থুতুর সম্পর্ক, মাস্ক-কান-নাক-থুতনি-গলা বিজ্ঞান নিয়ে আরো বেশকিছু কোর্স থাকবে বিভাগটির অধীনে। মাস্ক পড়ে মাস্কের চ্যালেঞ্জিং আত্মজীবনী রচনার জন্য একটি মাস্ক সাহিত্য কোর্সও রাখার ভাবনা আছে।'

আধুনিক ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার প্রয়াসে প্রক্টোরিয়াল টিমের এমন সিদ্ধান্তের সফলতা কামনা করেছেন ভিসি আক্তারুজ্জামান। নিজের ফেইক প্রোফাইল থেকে তিনি বলেন, 'পোস্ট মডার্ন যুগে এমন নতুন নতুন পোস্ট-মডার্ন পড়ালেখাই বিশ্ববাসীর কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে উপস্থাপন করবে। বর্তমান সময়ে মাস্ক নিয়ে উচ্চশিক্ষাই বদলে দেবে পৃথিবী। মাস্ক সংক্রান্ত বিভাগ চালু করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে এই বদলে যাওয়া পৃথিবীর নেতা।'

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা সমালোচনা করে তাদের মুখে মাস্ক পড়া এই বিভাগকে কড়া চপেটাঘাত বলেও আখ্যায়িত করেছেন তিনি। তিনি বলেন, 'অর্থনীতি, বিজ্ঞান, দর্শন, সাহিত্য শিক্ষার সব ক্ষেত্রকে এভাবে একই বিভাগে একীভূত করার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের পারস্য সাম্রাজ্যের সেরা সময়কেও চ্যালেঞ্জ করতে সক্ষম আমরা। আপনারা যারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা হয় না, গবেষণা হয় না- তারা এসে দেখে যান, বিশ্বে মাস্ক নিয়ে পড়ালেখা আমরাই প্রথম চালু করেছি। মাস্ক নিয়ে গবেষণায় এই বছরের নোবেলও আমরাই ছিনিয়ে আনবো।'

'মাস্ক পড়া' নামক নতুন এই বিভাগের ডিন পদে কার্ল মাস্ককে নিয়োগ দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছে প্রক্টোরিয়াল টিম।

৫৮০ পঠিত ... ১৩:২১, ফেব্রুয়ারি ২১, ২০২১

Top