এক্সট্রা ক্লাস থাকায় দ্রুত প্যাভিলিয়নে ফিরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা

৩৪৮ পঠিত ... ১৭:৫৯, ফেব্রুয়ারি ১৪, ২০২১
প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ২৩১ রানের টার্গেটে খেলতে নেমে ২১৩ রানেই অলআউট হয় দলটি। দ্বিতীয় সারির ওয়েস্ট ইন্ডিজ টিমের সাথে এমন ব্যাটিং বিপর্যয় সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গেলে সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ভ্যালেন্টাইন ডে এর এক্সট্রা ক্লাস করতেই দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছে ব্যাটসম্যানরা।
148222852_1284541381931038_7739112159226465247_n (2)
বাংলাদেশ দলের এক টপঅর্ডার ব্যাটসম্যানের বরাত দিয়ে সূত্রটি জানায়, ‘আজকের এক্সট্রা ক্লাস সম্পর্কে বোর্ডকে আগেই জানিয়েছে ক্রিকেটাররা। কিন্তু ছুটি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।’ সাকিবের উদাহরণ টেনে সূত্রটি বলেন, ‘সাকিব ভাই তো আগেই সিস্টেম করে ছুটি নিয়ে নিলো। বাকিরা সেটা পারেনি। ফলে এই গুরুত্বপূর্ণ এক্সট্রা ক্লাস করার জন্য আর কোন উপায় ছিল না ক্রিকেটারদের হাতে।’
 
ক্রিকেটার সৌম্য সরকারের রেফারেন্স দিয়ে এই অবিশ্বস্ত সূত্রটি আরো জানায়, ‘সৌম্য ভাই ভালো রান করলে ভাবি নাকি তাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এমন একটা দিনে ঘুমালে চলে? ক্রিকেটার বলে কি ভ্যালেন্টাইনে এক্সট্রা ক্লাসের ইচ্ছা নাই নাকি তাদের। সেজন্যই আর কি। হেহে। বুঝতেই পারছেন।’
 
অন্য একটি দৃষ্টিশক্তিহীন সূত্র থেকে জানা যায়, ‘আজ বিকেলে ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন খেলোয়াড়সহ তামিম ও সৌম্যকে হলুদ পাঞ্জাবি পরে টিএসসিতে ঘুরতে দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের মাথায় ফুল সদৃশ রাইটারও ছিল।’ বিষয়টি তদন্ত করতে গেলে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ফাল্গুন দেখার শখ পূরণ করতেই তামিম, সৌম্যদের এমন সিদ্ধান্ত। কারওয়ান বাজারে জ্যামে আটকা থাকা শান্ত আর মমিনুলের পাশাপাশি আউট হয়ে মিরপুর ১০ নাম্বার থেকে বাসে উঠা মিরাজও টিএসসির দিকেই আসছেন।'
 
বাংলাদেশি ক্রিকেটারদের এমন আতিথেয়তায় মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা আরো কিছু টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশকে টেস্টে ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। কাইল মায়ার্স বলেন, ‘ওদের বেসিক ভালো। কিন্তু পড়ে না। আরো একটু খেয়াল করে পড়লে রেজাল্ট ভালো করবে।'
৩৪৮ পঠিত ... ১৭:৫৯, ফেব্রুয়ারি ১৪, ২০২১

Top