বাংলাদেশের অনুদান চলে গেলো উগান্ডা-ফিলিস্তিন, বাংলাদেশিরা বললেন 'ঠিক জায়গাতেই গেছে'

৫৮৭ পঠিত ... ২১:০৫, ফেব্রুয়ারি ১০, ২০২১

করোনা রোগীদের শ্বাসকষ্ট সমস্যা দূর করতে একটা বিশেষ চিকিৎসা উপকরণের জন্য ৫০ হাজার পাউন্ডের একটি তহবিল সংগ্রহ করে কিছু প্রবাসী বাংলাদেশি ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন। অনুদানটি দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বাংলাদেশ থেকে ইমেইলের কোন উত্তর পায়নি অনুদান সংগ্রাহকরা। ফলে এক প্রকার বাধ্য হয়েই সম্পূর্ণ অনুদানটি তারা উগান্ডা ও ফিলিস্তিনে পাঠিয়ে দেয়।

uganda palestine

এমন ঘটনায় বেশ আনন্দিত হয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশের অনুদান উগান্ডাতে চলে যাওয়ায় তারা বলছেন, 'ঠিক জায়গাতেই গেছে। উগান্ডা তো আমাদেরই, আমরাও উগান্ডার।'

উগান্ডা বাংলাদেশ একই বৃন্তের দুটি ফুল এমনটা উল্লেখ করে একজন বলেন, 'উগান্ডা আমাদের চেয়ে আলাদা নয়। আমরা বাস করি বাংলাদেশে, খাই, দাই, ঘুমাইও বাংলাদেশে কিন্তু হাঁচি-কাশি দেই উগান্ডায়। তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক।'

ফিলিস্তিনে যাওয়াটাকেও অনেকেই যৌক্তিক বলছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, 'বাংলাদেশের লোক ফিলিস্তিনিদের জন্য যত দোয়া করে, ওরা নিজেরাও অত করে না। দেশের সব জায়গাতেই তো দেখি মুরব্বিরা বাংলাদেশের চেয়ে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে বেশি চিন্তিত। তাই নিজের জিনিস ছাইড়া ওদের দিয়ে দিতে এখানে কারো আপত্তি থাকার কথা না।'

অনুদান পাঠানোর ক্ষেত্রে উগান্ডাকে পছন্দ করার জন্য প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদও দেন অনেকে। এমনই একজন বলেন, 'এর চেয়ে পারফেক্ট চয়েজ আর হয় না। আমরা নিজেদের উগান্ডা বলেইতো চিনি। ওরা বেঁচে থাকলে আমাদের শ্বাস-প্রশ্বাসও বেঁচে থাকবে।'

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক কর্মকর্তা নিজের ফেইক ইমেইল থেকে আমাদেরকে জানান, 'উগান্ডা বাংলাদেশ নয়? আমরাতো উগান্ডাকে বাংলাদেশের ডাকনাম হিসেবেই জানি। অন্তত ইন্টারনেট তাই বলে। প্রথমে বাংলাদেশ সাড়া না দিলেও ডাকনাম ধরে ডাকায় সাড়া দিয়েছে।'

এদিকে ইমেইলে যোগাযোগের চেষ্টার বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করতে গেলে তারা বলেন, 'ওনারা ইমেইল করে ফোন করেছিলো? ইমেইল পাইছি কি না জানতে চাইছে? এইসব না করেই উগান্ডা, ফিলিস্তিনে অনুদান পাঠিয়ে দিছে। আবার পত্রিকাওয়ালাদেরও জানাইছে। সিস্টেমেটিক ওয়েতে কাজ না করা এই ধরনের এটেনশন সিকার লোকজনদের অনুদান আমাদের দরকার নাই। আমরা অত গরিব না। ওদের ভ্যাকসিন লাগলে বইলেন, পাঠায় দিবনে।'

৫৮৭ পঠিত ... ২১:০৫, ফেব্রুয়ারি ১০, ২০২১

Top