সবগুলো টিকাকেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে: সঙবাদ সম্মেলনে রিজভী

৪৬৮ পঠিত ... ১৪:৪১, ফেব্রুয়ারি ০৯, ২০২১

করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে ভালোভাবেই। তবে সরকারের পক্ষ থেকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের ভ্যাকসিন কার্যক্রমের দাবি করা হলেও কারচুপির অভিযোগ তুলেছে বিএনপি। অনুষ্ঠিত না হওয়া এক সঙবাদ সম্মেলনে, সবগুলো টিকাকেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তোলেন রুহুল কবির রিভজী।

rizvi vaccine

'সরকারি দল জাল টিকা দিচ্ছে' দাবি করে নিজের একটি ফেইক আইডি থেকে তিনি বলেন, 'সকাল থেকেই আমাদের এজেন্টরা বাইরে। সরকারি দলের ক্যাডাররা একএকজন ২০০-৩০০ করে টিকা দিচ্ছে। কেন্দ্রে চলছে প্রহসন ও টিকা জালিয়াতির মহোৎসব।'

বেশ কয়েকটি টিকা কেন্দ্র অনিয়মের অভিযোগ তুলে তিনি আরো বলেন, 'গোপালগঞ্জের সিদ্ধিরপাড়া টিকা কেন্দ্রে আমাদের এজেন্ট ও সমর্থকদের ঢুকতে দেয়া হয়নি। একজন জোর করে ঢুকতে গেলে সরকারি দলের এক ক্যাডার জানায়, 'আপনার টিকা নেয়া হয়ে গেছে।'

মৃত মানুষদের নামে টিকা গ্রহণের অভিযোগও করেন তিনি। অন্য একটি ফেইক আইডি থেকে জানানো হয়, 'আমাদের এজেন্টদের বের করে দিয়ে বরিশালে টিকা লুটের উৎসব হয়েছে। মৃত মানুষদের টিকাও কাস্ট করা হয়েছে। এই সরকার একটা প্রহসনের সরকার।'

এই টিকাদান কর্মসূচি বর্জনের ঘোষণাও দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'এই টিকাদান কর্মসূচি আমরা মানি না। যারা টিকা নিবেন ও দিবেন তারা সবাই এই দেশের অবৈধ জনগণ।'

এই সঙবাদটি সম্পূর্ণ ভূয়া সোর্স থেকে আসায় রিজভীর অভিযোগের কোন সতত্য পাওয়া যায়নি। কষ্ট করে কেউ সত্যতা খুঁজতেও যাবেন না। তবে বিএনপির এজেন্ট দাবি করা একজন বাহু চেপে ধরে বলেন, 'আমি টিকা নিয়ে বের হয়ে গেছি। বাকিদের কথা জানি না। লাইনে দাঁড়ায়নি মনে হয়। লাইন ছাড়া তো টিকা দিচ্ছে না।'

৪৬৮ পঠিত ... ১৪:৪১, ফেব্রুয়ারি ০৯, ২০২১

Top