মোহাম্মদপুর এলাকাকে 'স্যার জোন' হিসেবে ঘোষণার দাবি

১০১৯ পঠিত ... ১৬:০৩, ফেব্রুয়ারি ০৩, ২০২১

ঢাকার মোহাম্মদপুর এলাকাকে স্যার জোন হিসেবে ঘোষণার দাবি উঠেছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মোহাম্মদপুরের কিছু আদি বাসিন্দাদের নানাবিধ সফল কর্মকান্ডের ভিডিও প্রচার করার পর থেকেই এমন দাবি তোলেন এলাকাটির কিছু বাসিন্দা।

mohammadpur sir zone

'মোহাম্মদপুর এহন ফরেন আইটেম' এমনটা মন্তব্য করে দাবির পক্ষে জনমত তৈরি করতে এক মোহাম্মদপুবাসী বলেন, 'দেশি জনমতের পাশাপাশি বিদেশি জনমতও আছে আমাদের। স্যার জোনের জন্য আর কী লাগে!'

গুলশানের এক মায়ের বরাত দিয়ে অন্য এক মোহাম্মদপুবাসী বলেন, 'আজকে বিকেলে নিজ কানে শুনলাম, গুলশানের এক মা বনানীর এক বাচ্চাকে বলছে, মোহাম্মদপুরের পোলা গো পা ধুইয়া পানি খাইতে। এমনকি গুলশান বনানীও এহন স্বীকার করে, ঢাকার ভিত্রে আমরাই সেরা।'

সম্প্রতি ইন্টারনেটের একটি জরিপের ফলাফল দেখিয়ে নিজের নামের আগে স্যার যুক্ত করে ফেলা একজন বলেন, 'মিরপুর, ব্রাহ্মণবাড়িয়া এমনকি মিয়ানমারের মত অলটাইম হিট এলাকাকে পেছনে ফেলে ইন্টারনেটে আমাদের জয়জয়কার। আমরা তো স্যারই।'

এই সময়ে ফারুক আহমেদের একটি মিম দেখিয়ে তিনি বলেন, 'সমগ্র ইন্টারনেটের স্যার খ্যাত ফারুক আহমেদও আমাদেরকে স্যার ডাকতেছে। আর আপনারা কোথাকার কোন কেরানি!'

মোহাম্মদপুরকে 'স্যার জোন' ঘোষণা না করলে নিজেদেরকে বাংলাদেশ থেকে নিয়ে হাঙ্গেরির বুদাপেস্ট শহরের অন্তভূর্ক্ত করে ফেলবেন বলেও হুশিয়ারী দেন স্যার হাসান আল হারিস নামের এক মোহাম্মদপুরবাসী।

১০১৯ পঠিত ... ১৬:০৩, ফেব্রুয়ারি ০৩, ২০২১

Top