আমিই বলেছিলাম, অটো হবে অটো: এইচএসসি রেজাল্টের প্রতিক্রিয়ায় পাপন

৯২২ পঠিত ... ১৯:৩৩, জানুয়ারি ৩০, ২০২১

২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো ৩০ জানুয়ারি। করোনার কারণে এসএসসি ও জেএসসির ফলাফলের গড় দিয়ে প্রস্তুত করা শতভাগ পাশ ও সর্বোচ্চ সংখ্যক জিপিএ ফাইভের এই ফলাফলের সফলতার বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'আমিই বলেছিলাম, অটো হবে অটো।'

papon auto

নিজের একটি ফেক আইডি থেকে তিনি আরো বলেন, 'এই যে এতগুলা এ+, কোন ফেল নাই। আমি তো আগেই জানতাম। ছেলেমেয়েদের আমিই বলেছিলাম এভাবে পড়ালেখা করতে। এখন থেকে না কিন্তু, এদেরকে পাইপলাইনে রেখে জেএসসি, এসএসসি থেকেই তো পরিচর্যা করছি।'

উচ্চমাধ্যমিকের ফলাফল অটো সিস্টেমে দেয়ার বিষয়েও সরকারকে পরামর্শ দিয়েছেন বলে ফেক আইডিটি থেকে জানান পাপন, 'করোনার আগেই বলে দিয়েছি। তখন করোনার নামগন্ধও ছিল না। কিন্তু আমি জানতাম, এমন কিছু একটা হবে। অটো পাশ লাগবে।'

ফেক আইডিটি থেকে eআরকিকেও এমন একটা সঙবাদ করার বিষয়ে বলেন পাপন। এই সঙবাদের পাঠকদেরকেও সঙবাদটি পড়ার বিষয়ে আগে থেকেই বলা আছে বলেও জানান এই বিখ্যাত ক্রেডিটম্যানটি।

৯২২ পঠিত ... ১৯:৩৩, জানুয়ারি ৩০, ২০২১

Top