অটোরিকশাকে 'অটো' বলে ডাক দেয়ায় চাঁদপুরে পথচারী তরুণের সাথে সংঘর্ষ

৫৮৫ পঠিত ... ১৯:২১, জানুয়ারি ৩০, ২০২১

দেশটা যখন বাংলাদেশ, তখন সংঘর্ষ অনেক রকম হয়। খাবারে মাংস কম পড়ায় সংঘর্ষ, সাবেক প্রেমিকের বরযাত্রীর উপর সংঘর্ষ, কাকতাড়ুয়াকে মূর্তি সন্দেহে সংঘর্ষ, কম্বলে আরাম নাকি লেপে এই নিয়ে সংঘর্ষ, আরও হাজার খানেক সংঘর্ষ আছে।

তবে আজকের সংঘর্ষটি একটি সম্পূর্ণ নতুন ধরনের ঘটনা। ঘটনার স্থানও সংঘর্ষের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়া কিংবা নোয়াখালী নয়, বরং বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল চাঁদপুর।

auto rickshaw

চাঁদপুরের eআরকি প্রতিনিধি জানান, 'হাজিগঞ্জ মডেল স্কুলের সামনের রাস্তা দিয়ে এক অটোরিকশা যাচ্ছিলো। পথচারী কাদের তাড়াহুড়া করে অটোরিকশা থামাতে ডাক দেন, 'অ্যাঁই অটো, অ্যাঁই...'

অটো থামলো, কিন্তু অটোরিকশায় আর ওঠা হলো না কাদেরের। পাশ দিয়ে হাঁটতে থাকা এক তরুণ এসে জিজ্ঞেস করলো, 'তুই আমারে গালি দিলি ক্যান?'

কাদের অবাক হয়ে অটোরিকশাকে ডাকার কথা জানালেও তা মেনে নেয়নি নাহিদ (১৮) নামের এই কিশোর। তিনি রেগেমেগে দাবি করতে থাকলেন, কাদের তার সম্মানহানি ও অপমান করেছে। একসময় তর্ক থেকে হাতাহাতি শুরু হলো। এলাকার মানুষ ক্রমাগত জমা হলেও কেউ তা থামানোর উদ্যোগ নেয়নি।

বাক-বিতন্ডার এক পর্যায়ে কাদেরকে ইট দিয়ে মাথায় আঘাত করার পর সেখান থেকে পালিয়ে যান নাহিদ। এ ঘটনায় সবাই অবাক হয়ে গেলেও পরবর্তীতে জানা যায়, আজকেই নাহিদের এইচ এস সি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে...

৫৮৫ পঠিত ... ১৯:২১, জানুয়ারি ৩০, ২০২১

Top