এইচএসসি রেজাল্ট প্রত্যাখ্যান করলেন মোটিভেশনাল স্পিকাররা

৬৪১ পঠিত ... ১৭:২৭, জানুয়ারি ৩০, ২০২১

২০২১ সালের এইচএসসি ফল প্রকাশিত হলো আজ। করোনা পরিস্থিতিতে জেএসসি ও এসএসসি ফলফালের গড় নিয়ে প্রস্তুত করা এই ফলাফলে স্বভাবতই অকৃতকার্য হয়নি কেউই। সারা দেশে জিপিএ ফাইভ পেয়েছে প্রায় এক লাখ ৬২ হাজার শিক্ষার্থী।

hsc result motivation

অন্যদিকে শতভাগ শিক্ষার্থীর কৃতকার্য হওয়া এই ফলাফল প্রত্যাখ্যান করেছে মোটিভেশনাল স্পিকাররা। এইচএসসি রেজাল্ট এভাবেই চলতে থাকলে মোটিভেশনাল স্পিকারদের পথে বসতে হবে বলে জানান অনেকে। প্রতি বছর ফেল করা ও এ প্লাস না পাওয়া স্টুডেন্টদের উদ্দেশে পুরোনো মোটিভেশনাল স্ট্যাটাস শেয়ার দিয়ে যাচ্ছেন, এমন একজন ফেসবুক মোটিভেটর বলেন, 'এমন কঠিন বছর আমাদের আর আসেনি। পিএসএসি, এসএসসি, জেএসসি আর এইচএসসি মিলিয়ে চার সিজনেই আমাদের সারাবছরের রুটিরুজি যোগাড় করতে হয়। এবার এসএসসি, এইচএসসি দুটো সিজনই মিস করেছি। জানি না, সামনের দিনগুলো কীভাবে কাটাবো।'

'চার সিজনের মধ্যে এইচএসসির সিজনে ব্যবসা ভালো হয়, সেই সিজনটিই করোনার কারণে এভাবে মার খেলো।' এমনটা উল্লেখ করে সরকারের কাছে মানসিক প্রণোদনা চেয়ে এক জৈষ্ঠ মোটিভেশনাল স্পিকার বলেন, 'কেউ ফেল করেনি। মোটিভেশন দিতে পারছি না। আমরা মানসিক ও ফেবুসিকভাবে ভেঙ্গে পড়েছি। এই মুহূর্তে সরকার যেন আমাদেরকে মোটিভেশন দিয়ে একটু ফুলিয়ে তোলে।'

পজিটিভিটির দূত হিসেবে সুপরিচিত ফেসবুকার কাম মোটিভেটর 'বিপজেটিভ সাদেক' এমন ফলাফলে বেশ হতাশ হয়েছেন। ভবিষ্যতে এই দেশ 'স্তম্ভ'হীনতায় ভুগবে এমন ভবিষ্যতবাণী করে বিপজেটিভ সাদেক বলেন, 'ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস। কেউ ফেলই করে নাই। পিলার, সাকসেস এইগুলা আইবো কই থেইকা। পিলার ছাড়া তো দেশ ধসে পড়বে।'

এ পর্যায়ে তিনি ফেল করতে ফেল করা লাখ লাখ শিক্ষার্থীদের মোটিভেশন দিয়ে বলেন, 'পাশ যদি করতে চাও, ফেল করো আগে।'

৬৪১ পঠিত ... ১৭:২৭, জানুয়ারি ৩০, ২০২১

Top