ভার্সিটিতে 'পুতোলজি এন্ড পাটক্ষেত স্টাডিজ' পড়াবেন ডিপজল, সানডে-মানডে ক্লাস ক্লোজ থাকবে

২৫৭৩ পঠিত ... ২০:১১, জানুয়ারি ২৯, ২০২১

সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) এ মিডিয়া আ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগে শিক্ষকতা শুরু করতে যাচ্ছেন আলোচিত অভিনেতা ও ফেসবুকে ফটোকমেন্ট খ্যাত ডিপজল, এমন গুজব ছড়িয়ে পড়ে। এআইইউবির সাইটের একটি ফেক স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যাকে সত্যি ভেবে সময় নিউজ প্রতিবেদনও ছাপায়। তবে খুব দ্রুতই এটি গুজব তা বুঝতে পারে সময় নিউজসহ বাংলার অনলাইনবাসী। ডিপজল নিজেই মন্তব্য করেন, 'আমি ক্লাস নিমু আর আমি নিজেই জানি না'!

dipjol screenshot

তবে ডিপজল সত্যি সত্যি ক্লাস না নিলেও বিষয়টি ভাবিয়েছে অনেককেই। যাকে সোনালী পর্দায় এতদিন ভিলেন রুপে দেখা গেছে, কেমন লাগবে তাকে শিক্ষকরূপে দেখতে?

এ ব্যাপারে আমরা ডিপজলের একটি ফেক আইডির সাথে যোগাযোগ করলে তিনি আমাদের জানান, 'ক্লাস যদি নিতেই হয়, ফিল্ম-মিডিয়া এইসব বা*ছা* ক্লাস নিমু না। আমি পড়ামু পুতোলজি অ্যান্ড পাটক্ষেত স্টাডিজ।'

কী হবে এই ক্লাসে? ফেক ডিপজল আমাদের জানালেন আরও কিছু তথ্য, 'ক্লাস হইব বিছনাপাতি বিছায়া রঙিন বাত্তি জ্বালাইয়া। ক্লাসে ঢোকার পর নিজের সম্পর্কে কমু- আমার পরিচয় হুনলে খাড়াইয়া মুইতা দিবি, বহনের টাইম পাবি না...! ক্লাসে কোনো স্টুডেন্ট মে আই কাম ইন স্যার জিগাইলে কমু, আহো ভাতিজা আহো। আর যেই স্টুডেন্ট প্রতিদিন দেরি কইরা আসে, তারে কমু- দেরি কইরা আইলে অইবো? ওই চান্দু, কাইল থাইকা দেরি করলে, সিল মাইরা দিমু...'

dipjol teacher

এ পর্যায়ে তিনি ভিলেনসুলভ ভঙ্গীতে একটু হেসে নেন। এরপর আরও বলেন, 'একবার এক কোচিংয়ে ট্রায়াল ক্লাস নিছিলাম। সেইখানে একটা ব্রিলিয়ান্ট মাইয়া ছিল, তারে কইলাম- ওই মাইয়া, তোর তো বেরেন (ব্রেইন) ভালো। দেখতেও অস্ট্রেলিয়ান গরু। আয় যাইগা পাটক্ষেতে...'

তবে বেশিরভাগ শিক্ষার্থীই তার ক্লাসে হয়তো কিছু বুঝবে না, এমন আশঙ্কা জানিয়ে তিনি বলেন, 'পোলাপানে কিছু বুঝবার না পারলে চেইত্যা মেইত্যা কইয়া দিমু- কিছু বুঝো না? দু* খাও? একদম পুত কইরা দিমু...'

ফেক স্ক্রিনশটে উল্লেখিত রুটিনে সানডে-টিউসডে ক্লাস হবে এমন লেখা থাকলেও ডিপজল অবশ্য বললেন অন্য কথা, 'সানডে ক্লাস, এইডা দেখলেই তো বুঝা যায় ফেক স্ক্রিনশট। সানডে মানডে কোনো ক্লাস হইব না। সব ক্লাস ক্লোজ কইরা দিমু...'

২৫৭৩ পঠিত ... ২০:১১, জানুয়ারি ২৯, ২০২১

Top