ফাঁসির আসামীর জেলখানায় চুরির অপরাধে শাস্তিবনতি, ফাঁসি থেকে কমে ৪ বছরের কারাদন্ড

৯৭৮ পঠিত ... ২০:০১, জানুয়ারি ২৯, ২০২১

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আশেপাশের একটি জেলখানায় এক ফাঁসির আসামীর শাস্তিবনতি হয়ে ৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। জানা যায়, 'খুনের অপরাধে ফাঁসির দন্ডে দন্ডিত এই অপরাধী জেলখানায় একজনের স্বর্ণের কলম চুরি করার এই শাস্তির মুখোমুখি হন।'

fashi

এ বিষয়ে জেলখানার জেলার জানান, 'কলম চুরি করা মানে চিন্তা চুরি করা। এটা গর্হিত অপরাধ। সেজন্য এই আসামীকে কঠোর শাস্তি দেয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। এতবড় শাস্তি দিতে পেরে শান্তি লাগছে। এই আসামীর এমন করুণ পরিণতির কথা ভেবে ভবিষ্যতে কেউ আর এমন চৌর্যবৃত্তি করার সাহস পাবে না।'

'ফাঁসির আসামীর শাস্তি কমিয়ে মাত্র ৪ বছর কারাদন্ড দেয়া হয়েছে। এটা কীভাবে বড় শাস্তি হয়?' আমাদের এমন জিজ্ঞাসায় জেলার বলেন, '৪ বছরের ভেতর দুবছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছি। বাকি দু বছর স্বশ্রম।'

একটু ব্যাখ্যা করে জেলার সাহেব বলেন, 'রিগ্রেট করার সুযোগ দিচ্ছি না মিয়া। ফাঁসি হইলে তো ওর অপরাধে শাস্তিই হয়ে যাইতো। ও একটা মানসিক শান্তি পাইতো। এখন শাস্তি কমায়া দিছি। ব্যাটায় বাকি জীবন মানসিক অশান্তি নিয়া প্রায়শ্চিত্ত করবে। এটা হচ্ছে নৈতিক শাস্তি। বিরাট শাস্তি।'

এই ঘটনার পর জেলখানায় চুরি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। কারাগারেরই এক চোর বলেন, 'আমি ফোর মার্ডারের আসামী। ফাঁসি কিছুদিন পর। এপর্যন্ত ৪টা স্বর্ণের কলম চুরি করেছি। ধরা খাচ্ছি না। একদিক থেকে ভালোই হলো, ধরা না খেলে টাকা পয়সা কামাচ্ছি, ধরা খেতে শাস্তি কমায়া নিমুনে।'

৯৭৮ পঠিত ... ২০:০১, জানুয়ারি ২৯, ২০২১

Top