হলমার্কের জিএম তুষারের 'কারাগারে কাছের আসার গল্প' নিয়ে ভ্যালেন্টাইনে নাটক বানাবে ক্লোঝআপ

৮২২ পঠিত ... ২০:০৯, জানুয়ারি ২৪, ২০২১

আসছে ফেব্রুয়ারি, মানে ভালোবাসার মাস। প্রেমিক-প্রেমিকাদের মনে টানটান উত্তেজনা শুরু হয়ে গেছে প্রায় এখন থেকেই। সেই সাথে উত্তেজিত দর্শকরাও, এবার কেমন কাছে আসার গল্প নিয়ে নাটক বানাবে ক্লোঝআপ? দেখা কি যাবে নতুন কিছু?

তবে জানা গেছে, ব্যতিক্রম থাকছে এবারের কাহিনীতে। হলমার্কের জিএম তুষার খানের 'কারাগারে কাছের আসার গল্প' নিয়েই ভ্যালেন্টাইন ডে-তে নাটক বানাবে ক্লোঝআপ।

ক্লোঝআপ কর্তৃপক্ষ eআরকিকে জানান, 'এটাই তো অরিজিনাল কাছে আসার গল্প, যা মানে না কোনো বাঁধা! এরকম খাঁটি প্রেমগাঁথা আমরা বিগত বিশ বছরেও পাইনি। তুষার খান ও কাশিমপুর কারাগারকে ধন্যবাদ কাহিনীটা ভ্যালেন্টাইন ডের আগেই ঘটানোর জন্য। নাহলে এতো সুন্দর গল্প আমরা মিস করে বসতে পারতাম!'

এ ব্যাপারে আমরা কারাগারে হালকা ঘুষ দিয়ে তুষার খানের বক্তব্য নিতে যাই। তিনি মুচকি হেসে জানান, 'নাটক বানানোর মতোই গল্প। কত যে বাধাবিপত্তি! মূল বাধা ছিল সিসি ক্যামেরা। হাগতে-মুততে গেলেও শান্তি নাই... আর এটা তো...! কিন্তু তাতে কি আসে যায়? শেষমেষ আমরা একে অন্যকে তো পেয়েছি। হোক সেটা পৌনে এক ঘন্টা বা দশ মিনিট...'

'বাধা পেরিয়ে আসতে কে বা কারা সাপোর্ট দিয়েছিলো?' এমন প্রশ্নের উত্তরে তুষার বিনীত চোখে তাকান পেছনে দাঁড়ানো জেল সুপার রত্না রায় ও গোলাম সাকলায়েনের দিকে।

তিনি আরও জানান, 'রত্না আপা আর সাকলায়েন ভাইয়া না থাকলে আমিও ভালোবাসাবাসি করতে পারতাম না। আর আপনারাও 'কারাগারে কাছে আসার গল্প' পেতেন না। থ্যাংকস গোজ টু দেম। আমার অনুরোধ থাকব, নাটকে উনাদের রোলে যেন অবশ্যই বড় স্টার কাস্ট করা হয়। আমার দুশ্চরিত্র, সরি, চরিত্রটা আমি নিজেই করতে চাই।'

সারাদেশ এই মুহূর্তে তাকিয়ে আছে ক্লোজ আপের দিকে, নাটকের অপেক্ষায়। সেই বেগুনি জামা পরা নায়িকার অপেক্ষায়। তবে এ ঘটনায় সামান্য মনঃক্ষুণ্ন হয়েছেন জামালপুরের সেই ডিসি সাহেব। খানিক ঈর্ষান্বিত হয়ে তিনি eআরকিকে জানান, 'আমার গল্প কি তুষারের চেয়ে খারাপ ছিলো? আমাকে নিয়ে ভ্যালেন্টাইন নাটক বানাইলো না কেন?...'

৮২২ পঠিত ... ২০:০৯, জানুয়ারি ২৪, ২০২১

Top