মাহিয়া মাহির জীবনে ভয়াবহ ঘটনা: দুইদিনের রাষ্ট্রীয় শোকের প্রস্তাব

১৯৬৬ পঠিত ... ১৯:১৪, জানুয়ারি ২০, ২০২১

গত ১৭ জানুয়ারি রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় বিটিভিতে। শুরুতে দেখা যায় অভিনেত্রী মাহিয়া মাহি এবং অভিনেতা সায়মন সাদিক একটি গানে দলনৃত্য পরিবেশন করছেন। নাচতে নাচতে হঠাৎ মাহিয়া মাহির শাড়ির আঁচল হালকা একটু সরে যায় (বিভিন্ন রোমান্টিক গান বা পারফরম্যান্সে যেটা খুব কমন ঘটনা) তিনি আঁচল ঠিক করে পুর্নোদ্যমে নাচা শুরু করেন। তবে এরপরও পড়ন্ত আচল তাকে বেশ ডিশটাব দেয়৷ এই ঘটনাকে জীবনের 'ভয়াবহ ঘটনা' আখ্যায়িত করে তিনি প্রচুর বিব্রত হয়েছেন বলে একটি ভিডিওতে জানিয়েছেন মাহি।

মাহি ভিডিওতে বলেন, 'আমার ভীষণ মন খারাপ... কারণ আমার শাড়ি খুলে গিয়েছে...' বলে তিনি নিজেই তার বিব্রত সময়ের ভিডিওটি দেখান।

এদিকে বিটিভি সাধারণত কেউ দেখে না থাকলেও মাহির শাড়ি (আঁচল) খোলার ভিডিও দেখতে অনেকেই পাড়ি জমিয়েছেন বিটিভির চ্যানেলে কিংবা ওই অনুষ্ঠানের রেকর্ডেড ভিডিওতে। এটা শেয়ার করার জন্য অনেকে মাহিকে মনে মনে ধন্যবাদও দিয়েছেন।


এদিকে মাহিয়া মাহির এই ঘটনার পরিপ্রেক্ষিতে এগিয়ে এসেছেন গাউছিয়া, চাঁদনী চক, নিউমার্কেটের সকল সেফটিপিন বিক্রেতারা। তাদের ধারণা সেফটিপিনের সাপ্লাই কমে যাওয়াতেই এমন ঘটনা জন্ম নিয়েছে। ব্যাগভর্তি সেফটিপিন নিয়ে তাই তারা সারিবদ্ধভাবে অবস্থান নেন মাহির বাসার সামনে। মাহি শুধু নিচে নামলেই লক্ষ লক্ষ সেফটিপিন উপহার পেয়ে যাবেন।

'কেন এতো সেফটিপিন?' এমন প্রশ্নের উত্তরে একজন সেফটিপিন বিক্রেতা eআরকিকে জানান, 'মাহিয়া মাহির মতো পর্দানশীল ও শালীন নায়িকার আঁচল খুলে গেছে এ আমাদের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। তাছাড়া সিল্ক/শিফনের শাড়ির আচল নাচের সময় হালকা একটু পড়ে যাবে, এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। সেফটিপিনেও যদি না আটকায়, দরকার লাগলে শেকল দিয়া আকটায় দিমু!'

এমন 'ভয়াবহ' ঘটনা ঘটায় অনেকে দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করার দাবিও জানিয়েছেন। eআরকির পক্ষ থেকে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এক মিনিট নীরবতা পালনের আহবান রইলো।

১৯৬৬ পঠিত ... ১৯:১৪, জানুয়ারি ২০, ২০২১

Top