১০ মাস পর বাংলাদেশের খেলা, উত্তেজনায় কাঁপছেন ডাকওয়ার্থ-লুইস

২৭০ পঠিত ... ১৪:২৭, জানুয়ারি ২০, ২০২১

প্রায় ১০ মাস পর ক্রিকেট খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের ক্রিকেটপ্রেমীরা স্বাভাবিকভাবেই উত্তেজিত। বৃষ্টি এসে সেই উত্তেজনায় কিছুটা পানি ঢেলে দিয়েছে। তবে এখানে ব্যতিক্রম ক্রিকেটের দুই 'আতঙ্কজনক' নাম ডাকওয়ার্থ এবং লুইস। টান টান উত্তেজনা নিয়ে খেলা দেখছেন রবীন্দ্রনাথের পর বৃষ্টি সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত এই দুই ব্যক্তি।

হাতে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে কি যেন হিসাব করতে করতে মিস্টার ডাকওয়ার্থ বলেন, 'বাংলাদেশের খেলা মানেই বৃষ্টি। নানান সমীকরণ, হিসেব নিকেষ, উত্তেজনা। অনেকদিন এমন উত্তেজনার বাইরে ছিলাম, জীবনটা কেমন খালি খালি লাগছিলো।'

আকাশের ওপারে বসে মিস্টার লুইস বৃষ্টিকে ধন্যবাদ দিয়ে বলেন, 'আমরা কিছুটা অনিশ্চয়তায় ছিলাম। শীতকাল, বৃষ্টি আসলেই আসবে কি না। কিন্তু ডাক ব্রো সাহস দিয়ে বলেছিলেন বৃষ্টি আসবেই, বাংলাদেশের খেলার জন্যই বৃষ্টির জন্ম হয়েছে। কতদিন খেলায় বৃষ্টি আইনের হিসাব-নিকাশ হয়ে বাড়তি এক্সাইটমেন্ট দেখি না।'

ডাকওয়ার্থের কথার সাথে মিলিয়ে হাসতে হাসতে লুইস বলেন, 'শুধু বৃষ্টি না, আমাদের দুজনেরও জন্ম হয়েছে বাংলাদেশ ক্রিকেট খেলবে বলে।'

২৭০ পঠিত ... ১৪:২৭, জানুয়ারি ২০, ২০২১

Top