বউভাতে নিরাপত্তা বজায় রাখতে ভেজিটেরিয়ান অনুষ্ঠান করার প্রস্তাব

৫৫৪ পঠিত ... ১৭:৪২, জানুয়ারি ০৬, ২০২১

বরিশালে বউভাতের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত আজহার মীর সম্পর্কে (৬৫) বরের চাচা।

এ ঘটনায় হতবাক সমগ্র বাংলাদেশ। হুমায়ুন আজাদ নরক থেকে আবারও জানতে চেয়েছেন, 'আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম?'

এরই মধ্যে চলছে বিয়ের মৌসুম। বিয়ে যেখানে হওয়ার কথা উৎসব-আনন্দের বিষয়, সেখানেও খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে মৃত্যুর ঝুঁকি? ঝুঁকি এড়াতে সমাধান ভাবছেন দেশের বিভিন্ন বিবাহ বিশেষজ্ঞরা।

তবে 'জাতীয় সবজিখোর সংঘ (জাসস)' এর কাছে একটু আশার আলো পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন কর্মীরা। তারা বলেন, 'মাংস থাকারই দরকার নাই। মাংস খাইলেই মানুষ এমন সহিংস হয়ে ওঠে। মাংস খাওয়া নিয়েও সহিংসতা করে। তাই শাকসবজি ছাড়া অন্যকিছুই বিয়ের আসরে না রাখা উচিত। এমন প্রস্তাবে যদি হয় দুই পক্ষই রাজি থাকে শুধু তবেই বিবাহ অনুষ্ঠান করতে হবে।'

এই দলের অপর এক সদস্য বলেন, 'বিয়েতে দাওয়াত না পাইতে পাইতে রাগে দুঃখে ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম। এখন দেখতেছি আমিই ঠিক লাইনে আছি। মাংসের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বাঁচতে চাইলে লাইনে আসেন ভাই...'

এই দাবির সাথে ঐক্যমত প্রকাশ করে রাজপথে গোল হয়ে বসেছিলেন অ্যাশেজ ব্যান্ডের কিছু ফ্যানও। তবে এই সবজি আসলে ফুলকপি আলু পটল এইসব, এই তথ্য জানার পর হতাশ হয়ে তারা দ্রুত একটি শলাকা ধরিয়ে শেষ করে আশেপাশে মাংসের চাপের দোকান খুঁজতে চলে যান।

৫৫৪ পঠিত ... ১৭:৪২, জানুয়ারি ০৬, ২০২১

Top