সরিষা ক্ষেতে ফটোসেশনের ভিড়ে বিলুপ্তির পথে সরিষার ভূত

১০৪৬ পঠিত ... ১৬:১০, জানুয়ারি ০৪, ২০২১

গেছো ভূত, মেছো ভূত আর বাঁশঝাড়ের ভূতের পর দেশ থেকে বিলুপ্ত হতে চলেছে সরিষার ভূত। নিজেদের এমন বিলুপ্তির জন্য সরিষা ক্ষেতে ফটোসেশনকে দায়ী করছেন তারা।

ভারতীয় বংশদ্ভূত সরিষার ভূত চুলবুল পান্ডে। দিলওয়ালে দুলহানিয়া সিনেমায় শাহরুখ খানের শুটিংয়ের জন্য নিজেদের বসত ভিটা ছেড়ে ১২ বছর আগে বাংলাদেশে এসেছেন তার দাদা। কয়েক বছর ভালোই কেটেছে। কিন্তু গত ২ বছর যাবত পড়েছেন ফটোসেশনের বিড়ম্বনায়। বাংলাদেশ ছেড়ে আবারো ভারতে যাওয়ার পরিকল্পনা করে তিনি বলেন, 'কী বলবো ভাই, ভারতে একটা শাহরুখ, এখানে দেখি লক্ষ লক্ষ শাহরুখ। এর মধ্যে আবার কিছু মেয়ে শাহরুখও আছে। আইসা ডিস্টার্ব করে, শান্তিতে থাকতে পারি না।'

কোন এক ফেসবুক সেলিব্রেটির ছবিতে কীভাবে যেন ধরা খেয়ে ভাইরাল হয়ে গেছেন অন্য এক ভূত আশালতা। এখন আর কাউকে ভয় দেখাতে পারছেন না তিনি, ভয় দেখাতে গেলেই সবাই তার সাথে সেলফি তুলতে চলে আসছে। এই অপরাধে তাকে অশুচি আখ্যা দিয়ে একঘরে করে দেয়া হয়েছে। অন্যরা বলছে, 'আমরাও ভয়ে আছি। কবে কার ক্যামেরায় ধরা খেয়ে যাই। একবার ভাইরাল হলেই জীবন শেষ। ভয় দেখাতে না পারলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকা লাগবে।'

বাচ্চা ভূতেরা ভয়ে বাসা থেকেই বের হচ্ছে না। এক বয়োজ্যেষ্ঠ ভূত আতঙ্কিত চেহারায় বলেন, 'অনেকে এসে অদ্ভূত ভঙ্গিতে ব্যাকা ত্যাড়া হয়ে ছবি তোলে। তাদেরকে দেখে আমাদের চেয়েও বড় ভূত মনে হয়। কী আর বলবো ভাই, বাচ্চারাতো ভয় পায়ই, মাঝে মাঝে আমরাও ভয় পাই। এ কী কলিযুগে আইসা পড়লাম।'

শহরে ঘুরতে যাওয়া এক ভূত এসে জানায়, 'শুনেছি সরকারের কোন এক মন্ত্রী সরিষা ক্ষেতে ১০ হাজারটি ছবি তুলতে আসবে। হিরো আলমও নাকি আমাদের এখানে মিউজিক ভিডিও বানাবে। তার আগেই হয়তো এলাকা ছেড়ে চলে যাবো আমরা।'

১০৪৬ পঠিত ... ১৬:১০, জানুয়ারি ০৪, ২০২১

Top