ক্লাসে থাকছে না রোল নম্বর, তবে মহল্লা ও আত্মীয়মহলে রোল নাম্বার চালু করবেন আন্টিরা

১২৪৬ পঠিত ... ১৭:৫৭, ডিসেম্বর ৩০, ২০২০

 

এখন থেকে স্কুলে আর কোন রোল নাম্বার থাকবে না। প্রতিটি শিক্ষার্থীর একটি আইডি নাম্বার থাকবে। তা দিয়েই শেষ করবে শিক্ষাজীবন। ২৯ ডিসেম্বর দিপু মনির এমন তথ্যের পর অসন্তোষ দেখা গেছে আন্টি সমাজের মনে।

এমন সিদ্ধান্তের প্রতিবাদ ও প্রতিরোধে কর্মপরিকল্পনা শীর্ষক এক সভার আয়োজন করেন তারা। সভায় নিজেদের উদ্যোগে এলাকা ও আত্মীয়মহলে বাচ্চাদের রোল নাম্বার প্রদানের উদ্যোগ নেয়া হয়।

রোল নাম্বার না থাকার ১০১টি সমস্যার কথাও উল্লেখ করা হয় সভায়। এক জৈষ্ঠ্য আন্টি বলেন, বাবা, 'তোমার রোল নাম্বার কত জিজ্ঞেস না করলে আত্মীয়ের বাসায় গিয়ে আমরা করবোটা কী? আমাদের সন্তানদের রোল নাম্বার যে প্রতিক্লাসে ১ থাকে, সেটাই বা কাকে বলবো? তাছাড়া মহল্লার কার ছেলে কতটা মেধাবী সেটাও তো ঠিক করা যাবে না! এভাবে রোল নাম্বার বাদ দিয়া দিবে, ফাইজলামি নাকি?'

সদ্য আন্টি সমাজে যোগ দেয়া এক কনিষ্ঠ আন্টি বেশ আফসোস করে বলেন, 'মাত্র এক বছর হলো আমি আন্টি হয়েছি। এর মধ্যে লাগলো লকডাউন। এখনো কাউকে জিজ্ঞেসই করতে পারিনি রোল নাম্বার কত। তার মধ্যেই শুনি এমন কথা। এখন এমন দায়িত্বহীন জীবন আমি কীভাবে পার করবো?'

বাচ্চাদের দিকটাও নজরে রাখার বিষয়ে মত দেন বিশিষ্ট এক আন্টি। তিনি বলেন, 'রোল নাম্বার জিজ্ঞেস করেই আমরা বাচ্চাকে জাজ করে ফেলতে পারতাম। এখন প্রতি বিষয়ের মার্ক জিজ্ঞেস করতে হবে। এত বিষয়ের মার্ক বলতে বাচ্চাদের নিশ্চয়ই অনেক কষ্ট হবে। এই বিষয়টা সরকার একবার ভাববে না? কোমলমতি শিক্ষার্থীদের উপর সরকারের এ কেমন প্রহসন?'

১২৪৬ পঠিত ... ১৭:৫৭, ডিসেম্বর ৩০, ২০২০

Top