শিল্পকলার ব্যাপক চাহিদার পর বাজারে আসছে শিল্পকমলা ও শিল্পমাল্টা

৩৫৬ পঠিত ... ১৭:৫৫, ডিসেম্বর ৩০, ২০২০

 

চম্পাকলা, সাগরকলার পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে অধিক পুষ্টিসমৃদ্ধ শিল্পকলা। বাজারে এই কলার চাহিদাও ব্যাপক। শেয়ারবাজারে মূল্য সূচকেও শিল্পকলার জয়জয়কার।

শিল্পকলার এমন তুমুল চাহিদার পর ফল ব্যবসায়ীরা বাজারে নিয়ে আসছেন শিল্পকমলা ও শিল্পমাল্টা। সাধারণ কমলা ও মাল্টার চেয়ে অধিক পুষ্টিসমৃদ্ধ শিল্পকমলা ও শিল্পমাল্টা বাজার নিজেদের দখলে নিয়ে যাবে বলে ধারণা করছেন তারা।

শিল্পকলার মার্কেটকে চ্যালেঞ্জ জানিয়ে কারওয়ান বাজারের এক ফলের আড়তদার বলেন, 'ফলের মার্কেটে কারওয়ান বাজারের উপরে কেউ নাই। দুইদিনের সেগুনবাগিচা শিল্পকলা এনে কয়দিনই আর মার্কেট নিজেদের দখলে রাখবে! ফলের মার্কেট আমাদের ছিলো, আমাদেরই থাকবে। কারওয়ান বাজারের ব্যবসায়ী আমরা, এতটাও ফেলনা না।'

সেলফি তোলার ব্যবস্থা রেখে শিল্পকলা ক্রেতা টানছে। এমন ভাবনা আছে কারওয়ান বাজারের ব্যবসায়ীদেরও। পুষ্টির পাশাপাশি বেশ কিছু আধুনিক ফিচারও আছে তাদের আমদানিকৃত শিল্পকমলা ও শিল্পমাল্টার। এক আড়তদার বলেন, 'শিল্পকলায় গিলা সেলফি তুলতে হয়। আমাগো শিল্পকমলা ও শিল্পমাল্টা ক্রেতাদের বাসায় গিয়ে সেলফি তুলে আসবে।'

বাজারের অজনপ্রিয় ফলগুলোকে জনপ্রিয় করে তুলতে ক্রেতাদের জন্য ভবিষ্যতে শিল্পবাঙ্গি ও শিল্পকাঁঠালের মতো ফল নিয়ে আসার কথাও জানান তারা।

৩৫৬ পঠিত ... ১৭:৫৫, ডিসেম্বর ৩০, ২০২০

Top