এসপি মিলু মিয়ার অনুমতিতে হবে রাষ্ট্রের সকল বিবাহ: প্রয়োজনে পাত্র-পাত্রী বাছাই করবে পুলিশ

১৫৬৮ পঠিত ... ২০:৫৫, ডিসেম্বর ২৭, ২০২০

রংপুরে তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসের কর্মকান্ড এবার ব্যাপক সাড়া ফেললো বাংলাদেশে।

এস পি মিলু মিয়া বিশ্বাসের বিশ্বাস, একজন নাপিতকে বিয়ে করায় নারী চিকিৎসক অন্যায় করেছেন। স্বাধীনতা আছে বলেই তিনি যা ইচ্ছা তাই করতে পারেন না। তিনি শুধু পরিবার নয়, চিকিৎসক সমাজকে লজ্জায় ফেলেছেন। তাই এই পরিবারকে হেনস্থা করার পবিত্র দায়িত্ব স্বেচ্ছায় ঘাড়ে নিয়েছেন তিনি।

এই খবর প্রকাশ হবার পর বাংলাদেশের বিবাহযোগ্যা পাত্র-পাত্রীরা তারা যাকে বিয়ে করতে চান তার বায়োডাটাসহ মিলু মিয়াকে সেন্ড করছেন ইমেইল, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক মাধ্যমে। মিলু মিয়া বিশ্বাস অনুমতি দিলেই তারা বিয়ের ব্যাপারে অগ্রসর হবে বলে জানিয়েছেন ব্যাচেলর সমাজ। এদিকে এত মেসেজ দেখে ভীষণ বিরক্ত মিলু মিয়ার স্ত্রী। প্রতিটি মেসেজ তাকে খতিয়ে দেখতে হচ্ছে বলে জানিয়েছেন eআরকিকে।

এদিকে বগুড়াতে মিলু মিয়ার অনুমতি না নেওয়ায় রুষ্ট হয়ে পাত্রীর বাবা বিয়ে ভেঙে দিয়েছেন। এই তথ্য খতিয়ে জানা গেছে, পাত্রীর বাবা আফজাল উদ্দিন (৬০) পাত্রপক্ষকে ডেড লাইন দিয়েছেন ৩১ ডিসেম্বর পর্যন্ত। মিলু মিয়ার সময় সংকট হওয়ায় বাংলাদেশ পুলিশের কাছ থেকে পাত্রপক্ষ অনুমতি নিতে পারলেও তিনি সানন্দে তার মেয়েকে পাত্রের হাতে তুলে দেবেন বলে তিনি জানিয়েছেন। পাত্রপক্ষ এখন ছুটেছে মিলু মিয়ার সন্ধানে। তারা এর নাম দিয়েছেন, 'অপারেশন মিলুমিয়া।'

এদিকে রাজধানীর গুলিস্তানে সমাবেশ ও বিক্ষোভ হচ্ছে সিঙ্গেল বিবাহযোগ্য তরুণ তরুণীদের। তাদের দাবি একটাই, মিলু মিয়া যেন তাদের যোগ্য পাত্র পাত্রী নির্বাচন করে দেন।

'বাবা-মা থাকতে মিলু মিয়ার কাছে এসেছেন কেন?' এমন প্রশ্নের উত্তরে বুবলি (২৪) নামের একজন তরুণী জানিয়েছেন, 'মিলু মিয়া বিশ্বাসের উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে। এছাড়া আমরা কোনো ভুল করে কাউকে লজ্জায়ও ফেলতে চাই না। মিলু ভাই যদি একটু ঠিক করে দিতেন খুব উপকার হইতো...'

১৫৬৮ পঠিত ... ২০:৫৫, ডিসেম্বর ২৭, ২০২০

Top