ভোটারদের পা ধুয়ে দিলেন পরাজিত প্রার্থী, পা ধোয়া পানি কে খাবেন?

৬২৮ পঠিত ... ২০:৫১, ডিসেম্বর ২৭, ২০২০

নোয়াখালীর কবিরহাট উপজেলার চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়েছিলেন আলা বক্স তাহের টিটু। প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক নিজ হাতে ভোটারদের পা ধুয়ে দিবেন তিনি। নির্বাচনে হেরেছেন, তবে নিজের দেয়া কথা রাখতে উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রতিনিধি স্বরূপ ১০ জন ভোটারের পা ধুয়ে দিয়েছেন।

এমন সাড়া জাগানো পা ধোয়া পানি কে খাবে তা নিয়ে চারদিকে চলছে নানান আলোচনা। ইতোমধ্যে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ আলা বক্স সাহেবের বাড়িতে লাইন ধরেছেন।

একজন মুরব্বি ভোটার বললেন, 'যিনি ভোটে জিতলেন, এই পানি তারই খাওয়া উচিত। তাইলেই ব্যাপারটা ব্যালেন্স হয়।'

আন্টি সমাজের এক প্রতিনিধিও ঘটি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন লাইনে। তিনি বলেন, 'এই ভোটারদের মধ্যে একজনের পোলা জিপিএ ফাইভ। তার পা ধোয়া পানিটা আমার চাই। আমার জামাইকে খাওয়াবো। এতে যদি খোদা আমাদের দিকে একটু তাকায়, আমাদের ছেলেটা যদি জিপিএ ফাইভ পায়..'

ঢাকা ওয়াসার এমডি তাসকিম এ খানের মুখোশ পরা একজনকেও আবিষ্কার করি আমরা। ওয়াসার জন্যই পানি নিতে এসেছেন তিনি। তিনি বলেন, সারা বিশ্বেই তো পানির সংকট। আর ওয়াসাতে সংকট বিশুদ্ধ পানির। ওয়াসার পানির চেয়ে এই পা ধোয়া পানি তুলনামূলক বিশুদ্ধ হওয়ায় নিতে এসেছি। দেশের সম্পদ তো আর এভাবে ফেলে দেয়া যায় না... তাছাড়া কে কখন শরবত খাওয়াইতে আসে বলা যায় না। ওয়াসার পানির শরবতের চেয়ে এই পানির শরবত ভালো..'

বেশ কিছু বিজয়ী চেয়ারম্যান, মেম্বার, এমপিরাও ছিলেন লাইনে। এমনই একজন বলেন, 'আমরা মূলত আলাবক্সের হাত ধোয়া পানি নিতে এসেছি। আলাবক্স পরাজিত হয়েও প্রতিশ্রুতি রেখেছে। আমরা জিতেও পারি না। আলাবক্সের হাত ধোয়া পানি খেলে যদি আমাদের একটু পরিবর্তন হয়। যদি একটু দেশসেবা করতে পারি...'

৬২৮ পঠিত ... ২০:৫১, ডিসেম্বর ২৭, ২০২০

Top