মোহাম্মদপুরের চিপায় পথ হারিয়ে ৯৯৯ এ ফোন, ছিনতাই গেল মোবাইল

১১১২ পঠিত ... ২০:৩৮, ডিসেম্বর ২১, ২০২০

কক্সবাজার থেকে পাহাড় ডিঙ্গিয়ে হিমছড়ি যাওয়ার পথে পথ হারায় দুই যুবক। এরপর ৯৯৯ এ ফোন করলে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বিমান বাহিনীর একটি দল।

এই খবর দেখে অনুপ্রাণিত হয়ে মোহাম্মদপুরের এক কানা গলিতে ইচ্ছে করেই হারিয়ে যায় রাসেল নামের একজন। হারিয়ে গিয়ে ৯৯৯ এ কল করে উদ্ধার হয়ে একটু ফুটেজ খাওয়ার পরিকল্পনা ছিলো এই রাসেলের। কিন্তু ফোন করার জন্য মোবাইল বের করে দুইটা ৯ টাইপ করার পর পরই রাসেলের ফোনটি কে যেন হাত থেকে ছোঁ মেরে নিয়ে যায়।

নিজের পরিকল্পনা বাদ দিয়ে স্বেছায় এই কানাগলি থেকে বের হয়ে আসে রাসেল। ফোন হারিয়ে প্রায় দিশেহারা রাসেল বলেন, 'আমি আমার ভুল বুঝতে পেরেছি। এরপর হারালে মোহাম্মদপুর না, কক্সবাজার বা বান্দরবান গিয়ে হারাবো।'

তবে অনেকে রাসেলকে মিরপুর গিয়ে হারানোর পরামর্শ দিয়ে বলেন, 'মিরপুরের দিকে জ্যাম ঠেলে ছিনতাইকারীর হাত মোবাইল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে হেলিকপ্টারে করে ৯৯৯ চলে আসতে পারবে। ঢাকায় হারালে মিরপুরই বেটার।'

১১১২ পঠিত ... ২০:৩৮, ডিসেম্বর ২১, ২০২০

Top