বিকাশ ফ্রড সন্দেহে বিয়ে হচ্ছে না নাহিদ নামের ছেলেদের

২৫৭১ পঠিত ... ২০:৪৪, ডিসেম্বর ২০, ২০২০

বরিশালের মিজানুর রহমান নাহিদ। এ পর্যন্ত ৪৮টি প্রায় ঠিকঠাক হওয়া বিয়ে ভেঙ্গেছে তার। এছাড়াও ১২টি বিয়ে সম্পন্ন হয়ে ডাকনাম নাহিদ জানার পর ডিভোর্সও হয়ে গেছে। এখন আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের এই যুবক।

শুধু বরিশালের নাহিদ না। নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা কিংবা রংপুর, সারাদেশের নাহিদরাই পড়ছেন এমন বিড়ম্বনায়। বিকাশ ফ্রড সন্দেহে কোন নাহিদের কাছেই মেয়ে বিয়ে দিতে রাজি হচ্ছেন না মেয়ের অভিভাবকরা।

নাহিদ নামের অনেক যুবক নিজেদের নাম পরিবর্তন করছেন বলেও জানান তারা। এমনই এক নাহিদ জানান, 'নাম পাল্টাইছি। তাও জানি ক্যামনে মেয়ে পক্ষ জাইনা যায়।' কোল বালিশ বুকে জড়িয়ে ধরে তিনি আরো বলেন, 'আগে শুনতাম বিয়ের ক্ষেত্রে রোগ শোক বা আগের বিয়ে থাকলে সেসব লুকাতে হয়। নাম লুকানোর দিন যে আসবে স্বপ্নেও ভাবি নাই।'

নানান সেক্টরে নাহিদরে এমন বিড়ম্বনা নিয়ে একটি জরিপ করেছে এখনো প্রতিষ্ঠিত না হওয়া একটি সংগঠন। তাদের তথ্য অনুযায়ী, টিন্ডার কিংবা মেট্রোমনি সাইটগুলোতে নাহিদ নামের শতশত আইডিগুলো একবার দেখা হয়নি, পছন্দ হওয়া তো দূরের কথা। ভুলে দুয়েকটা দেখা হয়ে গেলেও রিপোর্ট করে বাটপার, প্রতারক ট্যাগ দেয়ায় এই ধরণের সাইটে নাহিদ নামের আইডি বন্ধ করে দেয়ার খবরও মিলেছে। হাঙ্গা ডট কম নামের একটি সাইট আইডি খোলার ক্ষেত্রে নাহিদ নামকে নিষিদ্ধও করেছেন।

ফোর্থ ম্যারেজ ডট কম নামে একটি সাইট প্রথম দিকে নাহিদ নামের পাত্রের আইডি নিলেও এখন আর এই নামে আইডি খুলতে দিচ্ছেন না।

৩৮ বছর বয়সের নোয়াখালীর এক নাহিদ দুঃখ প্রকাশ করে বলেন, 'প্রয়োজনে লিঙ্গ পরিবর্তন করে ফেলবো। এরপর নিজেই নাহিদ নামের ছেলেদের বিয়ে করে তাদের দুঃখ ঘুচাবো।'

নানান বাধাবিপত্তি পার হয়ে বিয়ে হয়েছে সিলেটের নাহিদ নামের একজনের। কিন্ত নাম নাহিদ হওয়ায় নাহিদের ৩ বছর বয়সী সন্তান নাহিদকে বাবা বলে ডাকছে না। eআরকিকে ৩ বছর বয়সী এই সন্তান বলেন, 'পৃথিবীতে সবাই বাবা হতে পারবে, কিন্তু একজন বিকাশ ফ্রড নাহিদ কখনো বাবা হতে পারবেনা।'

২৫৭১ পঠিত ... ২০:৪৪, ডিসেম্বর ২০, ২০২০

Top