ভারতীয় ব্যাটসম্যানদের উপর ক্ষুব্ধ দেশ-বিদেশের একাধিক টেলিকম কোম্পানি

৬৮১ পঠিত ... ১৮:০১, ডিসেম্বর ২০, ২০২০

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অলআউট হয় ভারত। ম্যাচে কোনো ভারতীয় ব্যাটসম্যানই দুই অংকের রান স্পর্শ করতে পারেননি।

দেখা যায়, ১১ জন ব্যাটসম্যানের সংগৃহীত রানকে পাশাপাশি সাজালে তা বাংলাদেশি একটি অপারেটরের ফোন নাম্বার হয়ে যায়। আবার বিভিন্ন ক্রমে সাজালে হয়ে যায় বিভিন্ন অপারেটরের ফোন নম্বর। ফলে অনেকেই স্কোরকার্ডকে ফোন নাম্বার ভেবে ফোন দেয়ায় গ্রাহকরা হয়রানির শিকার হয়েছেন বলে একটি ভূয়া খবর পাওয়া গেছে।

ফোন নাম্বারটির গ্রাহক অভিযোগ করে বলেন, 'সকাল থেকেই কল আসছে। প্রথমে এক ভাই শুভেচ্ছা জানালো, কেন শুভেচ্ছা জানালো তা বুঝে উঠার আগেই টানা ১৮ জন গালাগালি করলো। এরমধ্যে ৯-১০ জনই হিন্দি ভাষায় কথা বলছিলো।'

কেউ কেউ নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ভিরাট কোহলির অনাগত সন্তানের খবরও জানতে চেয়েছেন বলে জানান এই গ্রাহকের কাছে। হাসতে হাসতে তিনি বলেন, 'ভাইরা মনে করেছিলো এইটা ভিরাটের নাম্বার। গোপন কোন কৌশলে দেয়া হয়েছে। ব্যাটারা বুঝতে পারে নাই এইটা যে বাংলাদেশি নাম্বার।'

লজ্জামাখা মুখে এই গ্রাহক বলেন, 'কয়েকটা ম্যারি মি মেসেজও পেয়েছি। তবে সম্ভবত ওরা পাকিস্তানি।'

ইতোমধ্যে দুএকজন জুয়াড়ির ফোনও পেয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, 'জুয়াড়িরা ভেবেছিলো, এটি একটি সাংকেতিক নাম্বার। সুযোগে আমিও টাকা খেয়ে নিয়েছি। নিজেকে ইন্ডিয়ান এজেন্ট পরিচয় দিয়ে বলেছি, এই টেস্ট আমরা হেরে যাবো।'

তবে শুধু দেশেই নয়, বিদেশি বিভিন্ন টেলিকম কোম্পানির গ্রাহকরাও এমন ফোন পেয়েছেন বলে জানা গেছে। উগান্ডার এক ব্যক্তি জানান, 'ফোন দিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া বললো কিছুক্ষণ, তারপর কী কইলো কিছুই বুঝলাম না। কী ব্যাপার ভাই বলেন তো?'

৬৮১ পঠিত ... ১৮:০১, ডিসেম্বর ২০, ২০২০

Top