টানা দুই মিনিট মিথ্যা বলার রেকর্ড গড়লেন মাওলানা বোরহান উদ্দিন মানিক

১১৩৫৪ পঠিত ... ১৪:৫২, ডিসেম্বর ১৪, ২০২০

গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যোগ হলো বাংলাদেশের নতুন একটি নাম। টানা দুই মিনিট মিথ্যা বলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মিথ্যুকের পুরষ্কার পেলেন ওয়ায়েজ ও সুবক্তা মাওলানা বোরহান উদ্দিন মানিক। কোথাও কোথাও তিনি বুজুর্গ বোরহান নামেও পরিচিত।

নিজের একটি ওয়াজে হাজার হাজার মানুষের সামনে আত্মবিশ্বাসের সাথে হুমায়ূন আহমেদ আর আহমেদ শরীফের মৃত্যু নিয়ে বলা দুই মিনিটের নিঁখাদ, নিরেট মিথ্যাটি তাকে এই সম্মান এনে দিয়েছে। ওয়াজের ভিডিওটি দেখার পর পুরষ্কার প্রদানের জন্য গর্ডন গিনিজ পরপার থেকে নেমে এসে বোরহান উদ্দিনকে খুঁজছেন বলেও খবর পাওয়া গেছে।

এর আগে ২০১১ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত সেরা মিথ্যুক প্রতিযোগিতায় গ্লেন বয়লেন নামের এক ব্যক্তি বিশ্বসেরা মিথ্যুক হিসেবে পুরষ্কার পান। গিনেজের পক্ষ থেকে বোরহান উদ্দিনকে এই প্রতিযোগিতায় পাঠানোর সিদ্ধান্তও অনুমোদনের অপেক্ষায় আছে।

বোরহান উদ্দিনের পারফর্মেন্স সম্পর্কে গর্ডন গিনিজ বলেন, 'অসাধারণ, চমৎকার, মাইন্ডব্লোয়িং। এত কম সময়ে এমন প্রতিষ্ঠিত মিথ্যা বলতে খুব মানুষকে দেখেছি। তাও হাজার হাজার মানুষের সামনে। আর ওনার আত্মবিশ্বাস দেখে স্বয়ং হুমায়ূন আহমেদও ওনার কথা বিশ্বাস করে ফেলতে পারেন বলে মনে হচ্ছে।'

সামনে বসে এমন হৃদয় জুড়ানো মিথ্যা শুনতে না পারার জন্য আফসোস করে গর্ডন গিনিজ বলেন, 'পূনর্জন্ম সত্য হলে আমি কেবল বোরহান উদ্দিনের মিথ্যা শোনার জন্যই মানুষ হয়ে পৃথিবীতে আসতাম।'

বিভিন্ন সময়ে মিথ্যা বলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ওসামা বিন লাদেনসহ আরো অনেকে। এই রেকর্ডের ফলে মাওলানা বোরহান উদ্দিন এই সকল বৈশ্বিক তারকার কাতারে গিয়ে বাংলাদেশের নাম রওশন করেছেন।

১১৩৫৪ পঠিত ... ১৪:৫২, ডিসেম্বর ১৪, ২০২০

Top