টোলের ভয়ে নৌকা দিয়েই পদ্মা পার হবেন কুবের-কপিলা

১৫২৬ পঠিত ... ১৪:৪৭, ডিসেম্বর ১৪, ২০২০

পদ্মা নদীর বিখ্যাত মাঝি কুবের ও তার প্রেমিকা (ইয়ে, শ্যালিকা) কপিলা নিজেদের নৌকা দিয়েই পদ্মা নদী পার হবেন বলে খবর পাওয়া গেছে। টোল দিতে পারবেন না বলে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই বিখ্যাত পদ্মা পাড়ের যুগল।

নৌকায় বসে হুক্কা টানতে টানতে কুবের বলেন, 'আমরা হচ্ছি গরিবের মধ্যে গরিব, ছোটলোকের মধ্যে ছোটলোক। টোল দিয়ে নদী পার হওয়া আমাগের কপালে সইবে না। আমাদের নৌকাই সই।'

তাছাড়া সেতু দিয়ে নৌকা পার করার কোন পদ্ধতি না থাকাও কুবেরকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে জানান তিনি। তিনি বলেন, 'আমরা নাহয় গাড়িতে চড়ে হাওয়া খেতে খেতে গেলাম। কপিলারও এমন শখ আছে। কিন্তু নৌকা তো আর নেওয়া যাবে না। তখন ওপারে গিয়ে খাবো কী? রোজগার ক্যামনে হবে।'

কুবের এমন সিদ্ধান্ত মেনে নিলেও ভেতরে ভেতরে ক্ষোভেই আছেন কপিলা। মুখ ঝামটা দিয়ে কপিলা বলেন, 'ভাবছিলাম লাল শাড়ি পিন্দা জানালার পাশের সিটে বইসা, চুল ছাইড়া দিয়া ওপারে যামু। বুবুর লাল শাড়িও আনাইছি। কিন্তু কিপটা মাঝি তা আর হইতে দিলো না। আমার কাছে ট্যাকা নাই দেইখা হের নৌকায় কইরা যামু। এরপর হোসেন মিয়ারে পটায়া শখ পূরণ করুম।'

নিজের টাকা হইলে কুবের মাঝিকে গাড়িতে করে নিয়ে হের গায়ে বমি করে প্রতিশোধ নিবেন বলেও জানান কপিলা।

কুবেরের সেতু দিয়ে না যাওয়ার পেছনে অবশ্য টোল ছাড়াও অন্য একটি লাভের খাত আছে। কুবের বলেন, 'বিএনপির সাথে চুক্তি হইতাছে। হেরা ব্রিজ দিয়া যাইবো না। আমার নৌকা দিয়া যাইবো। নদীও পার হমু, টাকাও কামামু।'

১৫২৬ পঠিত ... ১৪:৪৭, ডিসেম্বর ১৪, ২০২০

Top