পদ্মা সেতুতে পোস্টার লাগানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চার গ্রুপের সংঘর্ষের আশঙ্কা

১২২৬ পঠিত ... ১৩:৪৭, ডিসেম্বর ১৩, ২০২০

স্বপ্নের পদ্মা সেতু আর সেখানে পোস্টার থাকবে না, তাতো হতে পারে না। সেতু সম্পূর্ণরূপে নির্মাণ না হলেও সেতুতে পোস্টার লাগানোকে কেন্দ্র করে চতুর্মুখী সংঘর্ষের গুজব শোনা গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। সংঘর্ষে লাখ খানেক পোস্টার নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এক ভূয়া সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ ট্যাঁটা নির্মাতা নির্বাচনের পোস্টার লাগানো নিয়ে দুই ট্যাঁটাশিল্পীর সমর্থকরা প্রথমে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর পদ্মা সেতুকে কলিকাতা হারবালের পোস্টারের সম্পত্তি দাবি করে সংঘর্ষে যোগ দেন কলিকাতা হারবাল সমর্থকগোষ্ঠী। সংঘর্ষ দেখে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ জনগণ নিজেদেরকে ধরে রাখতে না পেরে সংঘর্ষে লিপ্ত হলেই শুরু এই চতুর্মুখী সংঘর্ষ।

ট্যাঁটা শিল্পী নির্বাচনের দুই প্রার্থীর সাথে কথা বললে তারা বলেন, 'স্বপ্নের পদ্মা সেতুতে পোস্টার লাগালে নির্বাচনও স্বপ্নের হবে। আর স্বপ্নের নির্বাচনে আমার জয় কেউ ঠেকাতে পারবে না।' এমন বক্তব্যে অন্য প্রার্থীর লোকেরা বল্লম নিয়ে তাড়া করলে আমরা সেখান থেকে পালিয়ে আসি।

কলিকাতা হারবালের দক্ষিণবঙ্গ জোনের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, 'ব্রিজ মানেই আমাদের সম্পদ। ঢাকার ব্রিজগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন।' যুগ যুগ ধরে পোস্টার লাগিয়ে ব্রিজের সৌন্দর্যবর্ধনের প্রতিদান স্বরূপ পদ্মা সেতুর সৌন্দর্যবর্ধনের অধিকারও তাদের বলে দাবি করেন এই কর্মকর্তা।

কলিকাতা হারবালের পোস্টার লাগালে ব্রিজের স্থায়ীত্ব বাড়বে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে তার কথার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে এক ভবিষ্যৎ মেয়র পদপ্রার্থী জানান, 'বেহুদা কথা। আমি ব্যবহার করছি। স্থায়িত্ব বাড়ে না। এখানে আমিই পোস্টার লাগাবো!'

১২২৬ পঠিত ... ১৩:৪৭, ডিসেম্বর ১৩, ২০২০

Top