পদ্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে পানিতে পড়লেন যুবক, তবে সেতুর ক্ষয়ক্ষতি হয়নি

৫৪২ পঠিত ... ১৯:১২, ডিসেম্বর ১২, ২০২০

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে eআরকি টিমের সাথে দেখা হলো বরিশালের সাকিব (২৬) নামের এক যুবকের। তার সাথে কথা বলে জানা গেলো অদ্ভুত এক তথ্য।

সাকিব পেশায় একজন ট্রাভেল ভ্লগার। গত বৃহস্পতিবার বরিশালের প্রত্যন্ত এক গ্রাম থেকে সাকিব গিয়েছিলেন পদ্মা সেতুর সাথে সেলফি তুলতে। তবে মূলত ভিডিও করতেই তিনি গিয়েছিলেন। ভিডিও করার এক পর্যায়ে রাকিব স্প্যান থেকে উলটে নিচে পড়ে যান। তার সাথে তখন ছিলো একটি ডিএসএলআর ক্যামেরা, একটি হেয়ার জেল, চিরুনি এবং নাম না জানা আরও বিভিন্ন ডিভাইস।

এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সাকিব জানান, 'দেখেন পদ্মা সেতুকে নিয়ে এখন পর্যন্ত কোনো ট্রাভেল ভ্লগার ভিডিও করে নাই৷ আমি ভাবলাম যে আগেভাগে ভিডিও করলে বেশি লাইক, কমেন্ট, শেয়ার পাবো। এজন্য গেছিলাম আর কি। এছাড়া আমাদের পদ্মা সেতু দুবাইয়ের বুর্জ খলিফার চেয়েও সুন্দর। প্রত্যেক ভ্লগারেরই উচিত এইখানে ভ্লগ করা।'

ডোবার পর ক্ষয়ক্ষতির কথা জানতে চাইলে সাকিব জানান, 'ডাক্তার বলেছে আমার ইশ্চেমিক সেরেব্রাল ইনজুরি দেখা দিলেও তা আ্যকিউট অবস্থায় আছে। পাঁচ ছয় মাসের মধ্যে হয়ত আমি সুস্থ হয়ে উঠবো। তবে আমি ভীষণ আনন্দিত নিজেকে 'প্রথম পদ্মা সেতু হতে পড়ে যাওয়া বাংলাদেশি' হিসেবে দেখতে পেয়ে!'

জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, 'আমেরিকা থেকে আনানো ক্যামেরাটা নষ্ট হলেও পদ্মা সেতুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতেই আমি ভীষণ আনন্দিত!'

৫৪২ পঠিত ... ১৯:১২, ডিসেম্বর ১২, ২০২০

Top