কাতার-কায়রো বিমান রুটে মিললো হিমালয়ের দ্বিতীয় শাখা

১০৬০৭ পঠিত ... ১৬:১৩, ডিসেম্বর ১২, ২০২০

 

নেপালের হিমালয় পর্বতমালার দ্বিতীয় শাখার সন্ধান মিললো কাতার-কায়রো বিমান রুটে। নিজের অজান্তেই হিমালয়ের এই দ্বিতীয় শাখা আবিষ্কার করেন আল আজহার ইউনিভার্টিসির জনৈক এক্স স্টুডেন্ট, বিশিষ্ট ইসলামী জ্ঞানসম্পন্ন সুবক্তা মিজানুর রহমান আযহারী। কাতার থেকে বিমানে কায়রো অভিমুখী এক বিশেষ অভিযানে এই পর্বতমালার সন্ধান পান তিনি।

প্রথমত একটি ভিডিও বার্তায় বিশ্ববাসীকে আযহারী জানান, কাতার থেকে কায়রো যাওয়ার পথে বিমান থেকে তিনি নেপালের হিমালয় পর্বত দেখতে পান। কিন্তু কাতার-কায়রো বিমান রুটে হিমালয় বা নেপাল পড়ার সম্ভাবনা নেই বলে অনেকে আযহারীর এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুললে নিজের একটি ফেক আইডি থেকে তিনি বলেন, 'প্রথমে আমিও এমন ভেবেছি। কিন্তু স্পষ্ট হিমালয় দেখার পরে আমি বুঝতে পারি এটা নেপালের হিমালয় নয়, এটি নেপাল ২.০ এর হিমালয় ২.০ বা হিমালয়ের দ্বিতীয় শাখা।'

আবিষ্কারকের প্রতি সম্মান রেখে নতুন আবিষ্কৃত এই হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট আযহারী রাখারও অনুরোধ করেছে অনেকে।

আযহারীর এমন আবিষ্কারের কথা ঐতিহাসিক নথিতে ভবিষ্যৎ বাণী করা হয়েছে বলে মত দিয়েছেন গবেষক ও ওয়াজবিজ্ঞানী ইব্রাহীমস্টাইন। তিনি বলেন, 'শুধু হিমালয়ের দ্বিতীয় শাখা না। আমেরিকাও আবিষ্কার করেছিলেন আযহারী। তবে কলম্বাস নামের এক লোক নকশা চুরি করে নিয়ে গেলে আমেরিকা আবিষ্কারের ক্রেডিটও আযহারীর হাত থেকে ফসকে যায়।'

তবে বাস্তবে কাতার-কায়রো রুটে হিমালয় সদৃশ পর্বতের সন্ধ্যান না মিলায় অনেকে বলছেন, 'আযহারী সাহেব সম্ভবত ওই সময়ে টাইম লুপের মাধ্যমে প্যারালাল কোন ইউনিভার্সে ছিলেন। কিংবা তিনি বিমানে বসে ক্রিস্টোফার নোলানের মুভি দেখছিলেন।'

১০৬০৭ পঠিত ... ১৬:১৩, ডিসেম্বর ১২, ২০২০

Top