এবার মানবদেহেই আবিষ্কৃত হলো ওয়াইফাই ইন্টারনেট

৮৭৯ পঠিত ... ১৭:০০, ডিসেম্বর ০৮, ২০২০

আজকের পৃথিবী ইন্টারনেট ছাড়া ভাবাই যায় না। ইন্টারনেটেরে কথা আসলে আসবে ওয়াইফাই বা ব্রডব্যান্ড সার্ভিসের কথাও। এই ব্রডব্যান্ড সার্ভিস বা ওয়াইফাই মানবদেহেরই একটা অংশ, এমনটা জানলে আপনি নিশ্চয়ই বেশ অবাক হবেন?

হ্যাঁ, সম্প্রতি প্রাণীকোষের একটি চিত্র পর্যবেক্ষণ করে মিলেছে ওয়াইফাইয়ের অস্তিত্ব। চিত্রটি পাওয়া গেছে অজ্ঞাতনামা কোন এক স্কুলের শিক্ষার্থী পরীক্ষার খাতায় আঁকা প্রাণীকোষের চিত্রে।

এমন অভিনব আবিষ্কার সম্পর্কে ওই ছাত্রের সাথে কথা বলে জানা যায় আরো চাঞ্চল্যকর তথ্যও। মানবদেহে এই ওয়াইফাই আবিষ্কারের বিষয়টিকে নিজের অনেক বছরের গবেষণার ফসল বলে জানান তিনি।

এই ছাত্র মানবদেহে প্রথমবার ওয়াইফাইয়ের ধারণা পান বাংলা সিনেমা থেকে। কোন এক শুক্রবারে বিটিভিতে বাংলা সিনেমায় ওমরসানিকে চাবুক মারার ফলে ১০০ মাইল দূরে থাকা শবনূরের গায়ে লাগা সেই আঘাতই এই ছাত্রকে ভাবনায় ফেলে দেয়। এমন আত্মিক যোগাযোগ যে ওয়াইফাই ছাড়া সম্ভব না সেদিনই বুঝতে পারেন তিনি।

প্রতিবার জ্বর হওয়ার পরও তার এমনটা অনুভূত হতো বলে জানান তিনি। তিনি বলেন, 'আমাদের ওয়াইফাই রাউটার দীর্ঘসময় চলার পর প্রায়ই গরম হয়ে যেতো। মানব শরীরও দীর্ঘক্ষণ চলার পর এভাবে গরম হয়ে যায়। যাকে আমরা জ্বর বলে ডাকি।'

তীব্র মাথাব্যথা কিংবা যেকোন ধরণের শারীরিক, মানসিক কিংবা আর্থিক সমস্যার জন্য এই ছাত্রের মায়ের নাকি একটি কমন সমাধান ছিলো। ঘরে শুয়ে থাকা। একটু ঘুমিয়ে উঠলেই নাকি পৃথিবীর যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি এমন ঘটনার সাথে স্পষ্ট মিল পান ওয়াইফাইয়ের রাউটার অন অফ করে দিয়ে ইন্টারনেটের যাবতীয় সমস্যার সমাধান করে ফেলার সাথে। এরপরই তিনি নিশ্চিত হয়ে যান, মানব শরীরে ওয়াইফাই বারের মতো ওগুলো আসলেই ওয়াইফাই।

৮৭৯ পঠিত ... ১৭:০০, ডিসেম্বর ০৮, ২০২০

Top