প্রথম আলোতে ফিরে এসেছে সৃজিত-মিথিলার খবর, জনমনে স্বস্তি

৫৮১ পঠিত ... ১৪:৫০, ডিসেম্বর ০৮, ২০২০

পুরো জাতি দুশ্চিন্তায় নিমজ্জিত হয়ে যাওয়ার পর সেই বহু কাঙ্ক্ষিত, প্রত্যাশিত সুখবরের মতো প্রথম আলোতে ফিরে এসেছে সৃজিত-মিথিলার খবর। বিধ্বংস্বি কালবৈশাখীর কালমেঘ সরিয়ে দিয়ে আকাশের বুকে সূর্য উঁকি দেয়ার পরের সময়ের মতো জনমনে নেমে এসেছে স্বস্তির নিঃশ্বাস।

করোনার ভ্যাকসিনের মতোই গতকাল ৭ ডিসেম্বর ‘সুন্দরবনে সারারাত সৃজিতকে গান শুনিয়েছিলেন মিথিলা’ শিরোনামে খবর আসে প্রথম আলোতে। মূহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে দুই বাংলার হাসপাতালে হাসপাতালে। বাঁচিয়ে দেয় সৃজিত মিথিলাকে নিয়ে দুঃশ্চিন্তায় আইসিইউতে থাকা শত শত মানুষের প্রাণ।

সদ্য আইসিইউ ফেরত একজন প্রথম আলোকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘হাসপাতালে ভর্তি হয়েছি ১০ দিন আগে। ৫ দিন আগে আইসিইউতে। প্রথম আলোতে সৃজিত মিথিলার খবরের অপেক্ষায় হার্টবিট রেটও কমে আসছিলো। কালতো প্রায় সরলরেখা হয়ে গেছিলো। খবরটা আসার পর বাঁচলাম। ধন্যবাদ প্রথম আলো, জীবনডা বাঁচাইলেন।’

সৃজিত মিথিলার খবর আসায় সৃজিত মিথিলাকে নিয়ে চিন্তামুক্ত হওয়ার পাশাপাশি প্রথম আলোর সাংবাদিকদের নিয়েও চিন্তামুক্ত হয়েছেন অনেকে। নুরুল হক নামের এমন একজন বলেন, ‘কয়েকদিন ধরেই প্রথম আলোর সাংবাদিকদের নিয়ে চিন্তায় ছিলাম। সৃজিত মিথিলার খবর নাই, আনুষ্কার আল্ট্রাসনোগ্রাফি নিয়েও নেই কোন খবর। তাহলে কী প্রথম আলোর সাংবাদিক ভাইদের কোন বিপদ হলো? তাদের বিপদ হলে এমন সব গুরুত্বপূর্ণ খবর আমরা কোথায় পাবো!’

পাশাপাশি প্রথম আলোর সাংবাদিকদের সাহসের প্রশংসা করে একজন বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে শুধুমাত্র আমাদের জন্য সৃজিত-মিথিলার, অর্ণব-সুনিধির, পরীমনি কিংবা সানি লিয়নের সব রকমের খবর সংগ্রহ করেন তারা। প্রথম আলোর সাংবাদিক তো এবার বাঘের ভয় উপেক্ষা করে সুন্দরবনই চলে গেছিলো। তাদেরকে খাড়ায়া স্যালুট।’

তবে সুন্দরবনে যাওয়ার জন্য সৃজিত-মিথিলা ও প্রথম আলোর সাংবাদিকদের একটু মিষ্টি বকুনিও দেন অনেকে। এমনই একজন বলেন, ‘সুন্দরবনে কী? বাঘ চলে আসলে যদি কারোর কোন ক্ষতি হয়ে যেতো! কী হতো আমাদের?’ সৃজিত মিথিলাকে অনুরোধ করে তিনি আরো বলেন, গান শোনানোর জন্য প্লিজ সুন্দরবন যাইয়েন না। কারওয়ান বাজারের আশেপাশে থাইকেন। এতে আমাদের প্রিয় সাংবাদিকদের সুবিধে হয়।’

৫৮১ পঠিত ... ১৪:৫০, ডিসেম্বর ০৮, ২০২০

Top