শীতে গোসলের পক্ষে ও বিপক্ষে দলের ফুটবল ম্যাচ, পরে গোসলের ভয়ে ম্যাচ বাতিল

৪৯৫ পঠিত ... ১৮:৫১, ডিসেম্বর ০৭, ২০২০

শীতে গোসলের পক্ষে ও বিপক্ষে থাকাদের নিয়ে ফুটবল ম্যাচের আয়োজন করেছে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার একটি গ্রাম। তবে খেলার পর গোসল করার ভয়ে ম্যাচের দিনই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়।

সরেজরিনে গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তবে বাড়ি বাড়ি গিয়ে কম্বলের নিচ থেকে খুঁজে বের করলে গোসলের বিপক্ষ দলের এক খেলোয়াড় বলেন, 'এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। ভয়তো শুধু খেলার পর গোসলের না, খেলার সময় যে ঘাম ঝরবে তাও তো একসময় ঠান্ডা হবে। তখন...'

আমরা খুঁজে বের করি গোসলের পক্ষ দলের এক খেলোয়াড়কে। আতঙ্কে তিনিও কম্বলের তলে অবস্থান করছিলেন। আমাদের দেখা মাত্রই তিনি বলে উঠেন, 'আমি ইনজুরড। লিগামেন্ট ছিড়ে গেছে। খেলতে পারবো না।'

আমরা eআরকি থেকে শুনলে তিনি স্বাভাবিক হয়ে বলেন, 'খেলা পর্যন্ত ঠিক ছিলো। কিন্তু শুনলাম খেলায় আমরা জিতে গেলে নাকি সবাইকে নিয়মিত গোসল করতে হবে। সেজন্যই খেলা বাতিল। আরেহ ভাই, ভুলে যদি জিতেও যাই তাইলেতো পুরাই জীবনের ঝুঁকিতে পড়ে যাবো।'

তবে এমন ফুটবল ম্যাচ বাতিল হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ফুটবলনুরাগী ব্যরিস্টার সুমন। নিজের ফেক আইডি থেকে সবাইকে হুশিয়ারি দিয়ে তিনি বলেন, 'পানিত তোমগো এত ডর! ফুটবল খেলো আর ন খেলো, পানিত তোমগো পরনই লাগবো।'

৪৯৫ পঠিত ... ১৮:৫১, ডিসেম্বর ০৭, ২০২০

Top