সিগারেট শুধু মেয়েদের ফুসফুসের জন্য ক্ষতিকর, জানালো জাতীয় পুরুষতান্ত্রিক জোট

১৩৭১ পঠিত ... ১৮:২৭, ডিসেম্বর ০৭, ২০২০

সম্প্রতি অসময় টিভির মাধ্যমে জানা গেলো সংবিধানের নতুন সংযোজিত অনুচ্ছেদের কথা। সাড়ে এগারোতম ভাগের একশ পৌনে চুয়ান্ন নং এই অনুচ্ছেদে বলা হয়েছে 'পুরুষ মানুষ যেখানে সেখানে বসে বিড়ি খেতে পারলেও মেয়েদের বিড়ি খাওয়া নিষেধ। কেননা পুরুষের বিড়িতে এমন কোনো বিষাক্ত পদার্থ থাকে না যা পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মেয়েদের বিড়িতে থাকে ভিন্নরকম ও ১২০০ গুণ বিষাক্ত নিকোটিন।'

এর কারণ জানতে চেয়ে সংবিধানের দায়িত্বে থাকা জাতীয় পুরুষতান্ত্রিক কমিটির এক সদস্যকে প্রশ্ন করা হলে তিনি বিড়ির ধোয়া ছেড়ে জানান, 'আসলে পুরুষ কিংবা নারীর সিগারেট আলাদা নয়। তারা সিগারেটখোরের লিঙ্গের উপর ভিত্তি করে বিভিন্ন রিয়েকশন প্রদর্শন করে। একই কোম্পানির দুটি সিগারেটে সমান নিকোটিন থাকলেও মেয়েদের হাতে যাওয়া মাত্রই এই মাত্রা বেড়ে ১২০০ গুণ হয়ে যায় যা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে দেখুন ছেলেদের ক্ষেত্রে হয় উল্টোটা। বিড়ি খেলে ছেলেদের ফুসফুস ভালো থাকে।'

সিগারেট শুধু মেয়েদের স্বাস্থ্য ও ফুসফুসের জন্যই ক্ষতিকর, এমনটা জানিয়ে তিনি সিগারেটে আরেকটা টান দিয়ে বলেন, 'আমরা আশঙ্কা করছি, বিড়ির নিজস্ব প্রাণ আছে৷ তা না হলে এমন হওয়ার কারণ কি আপনারাই বলুন? এসব চিন্তা করেই এজন্যই আমরা সংবিধানে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছি।'

এদিকে এই নতুন অনুচ্ছেদকে কেন্দ্র করে রাজশাহীর সার্কিট হাউজে শুরু হয়েছে সংঘর্ষ। কামাল উদ্দিন নামের এক মুরুব্বি এই সংঘর্ষের নেতৃত্ব দিতে দিতে eআরকিকে জানান, 'সিগারেট খাওয়ার জন্য আসলে যা দরকার, তা হইলো বি*। যার বি* আছে, সে খাবে, যার বিচি নাই সে খাবে না। এজন্য আমরা মেয়েদের সিগারেট খাওয়া মানি না, মানবো না।'

সিগারেট কি অন্ডকোষ কিংবা অন্য কোনো অঙ্গ দিয়ে খায় কিনা যা নারী পুরুষের আলাদা, এমন প্রশ্ন করলে কামাল উদ্দিন বিড়ি ফুঁকতে ফুঁকতে উত্তর দিতে অস্বীকৃতি জানান।

১৩৭১ পঠিত ... ১৮:২৭, ডিসেম্বর ০৭, ২০২০

Top