সেলিব্রেটিদের ডিভোর্সের আগে ফেসবুকারদের অনুমতি নিতে হবে: ফেসবুক আদালতের রায়

৮৮০ পঠিত ... ১৮:৪১, নভেম্বর ২৯, ২০২০

সেলিব্রেটিদের ডিভোর্স নিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছে ফেসবুক আদালত। এই রায়কে সহস্র শতাব্দীর সবচেয়ে যুগোপযোগী রায় বলেও ঘোষণা করা হয়েছে।

নিখিল বাংলার ফেসবুক সমাজকে না জানিয়ে অভিনেত্রী ফারিয়ার ডিভোর্সের সিদ্ধান্তে পৌঁছানোর ঘটনার উপর ভিত্তি করে এই রায় দেয়া হয়।

রায়ে বলা হয়, 'ছোট, বড়, মাঝারি যেকোন ধরণের সেলিব্রেটি বিয়ে, ডিভোর্স, প্রেম ও সন্তান ধারণের সিদ্ধান্তে পৌঁছানোর আগে অনলাইন ট্রায়ালের মাধ্যমে নিখিল বাংলার ফেসবুক সমাজের অনুমতি নিতে বাধ্য থাকিবে। অন্যথা বিয়ে, সন্তান ধারণ, প্রেম ও ডিভোর্স কোন কিছুকেই মানিয়া নেয়া হইবে না।'

রায়ে ফেসবুক সমাজকে বেশ খুশি ও সন্তুষ্ট দেখা গিয়েছে। তবে ফেসবুক সমাজের এক অনলাইন আইনজীবী রায়ে একটা সংযুক্তি চেয়ে বলেন, 'কেউ যদি অনুমতি নিতে ভুলে যায় সেক্ষেত্রে তাকে সিদ্ধান্ত বদলাতে হবে ও নিখিল বাংলার ফেসবুক সমাজ থেকেই যে কোন একজন স্বামী, প্রেমিক, সন্তান কিংবা বউ, প্রেমিকা, সন্তান হিসেবে মানিয়া নিতে হবে। বিজ্ঞ আদালতের কাছে আমি এই সংযুক্তির দাবি জানাচ্ছি।'

এই ঐতিহাসিক রায়ের পর শবনম ফারিয়ার ডিভোর্স অনেকটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। নিখিল বাংলার ফেসবুক সমাজের এক বাদি ফারিয়াকে 'নালায়েক' আখ্যা দিয়ে বলেন, 'এই মেয়ে বিয়ে করতেও অনুমতি নেয় নাই। ডিভোর্স দিতেও অনুমতি নেয় নাই। তার উপর সবসময় চটাং চটাং কথা বলে গেছে। তার কঠিন শাস্তি হওয়া দরকার।'

তার সাথেই গলা মিলিয়ে অন্য একজন বলেন, 'ফারিয়ার এই ডিভোর্স আমরা বয়কট করলাম। ফারিয়া এখন আবার অপুকে বিয়ে করবে। এরপর আমাদের মতামত নিয়ে ডিভোর্স দিবে। অন্যথা এর প্রতিবাদি আমরা একযোগে বিবাহ করে একযোগে ডিভোর্স দিবো।'

৮৮০ পঠিত ... ১৮:৪১, নভেম্বর ২৯, ২০২০

Top