দোকানে গিয়ে মেরিল চাইলে পেট্রোলিয়াম জেলি দেয়ায় দোকানিকে মারধোর

১০৪৮ পঠিত ... ১৪:১৩, নভেম্বর ২৫, ২০২০

বরিশালের গৌরনদীতে মেরিল বেচাকেনাকে কেন্দ্র করে এক দোকানিকে মারধোরের ঘটনা ঘটেছে। এতে দোকানি সাময়িক আহত হয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বরিশালের সাব্বির দোকানে গিয়ে মেরিল চান। কিন্তু দোকানদার পেট্রোলিয়াম জেলি ধরিয়ে দিলে সাব্বির আবারও মেরিল চান। দোকানদার সেই পেট্রোলিয়াম জেলিকেই মেরিল দাবি করলে তর্কাতর্কি শুরু হয় ও এক পর্যায়ে সাব্বির দোকানিকে মারধোর শুরু করেন।

সাব্বির আরো বলেন, 'আমি দোকানে এসে মেরিল চেয়েছিলাম। লোকটা আমাকে কিছু একটা দিলে আমার সন্দেহ হয়। সন্দেহের বশেই তার কাছে জানতে চাই, এইটা মেরিল কি না। দোকানদার বলেন, এইটা পেট্রোলিয়াম জেলি। তখনই আমি মারধর শুরু করি।'

'একটু চালাক না হলে আজকে কত বড় ক্ষতি হয়ে যেতো' এমনটা উল্লেখ করে সাব্বির বলেন, কত বড় চিটার চিন্তা করেন। ঠোঁট ফাঁটা থেকে বাচতে চাইলাম মেরিল, সে আমাকে ধরিয়ে দিলো পেট্রোলিয়াম জেলি। এই পেট্রোল ঠোঁটে লাগাইলে যদি আমার ঠোঁট জ্বলে যেতো! কে নিতো এর দায়ভার?'

দোকানে দোকানে মেরিলের নামে পেট্রোল জেলি বিক্রি বন্ধ করে সাধারণ মানুষের ঠোঁটকে জ্বলে যাওয়া থেকে রক্ষা করতে ভোক্তা অধিকারের দৃষ্টি আকর্ষণও করেন সাব্বির।

১০৪৮ পঠিত ... ১৪:১৩, নভেম্বর ২৫, ২০২০

Top