'কম্বলে আরাম বেশি নাকি লেপে' এই তর্কে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ

৯২১ পঠিত ... ১৩:৫৮, নভেম্বর ২৫, ২০২০

শীত আসতে না আসতেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কম্বলপুর ও লেপনগর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, শীতে কম্বলে বেশি আরাম নাকি লেপে, এই নিয়ে চায়ের দোকানে তর্ক বাধে কম্বলপুরের করিম ও লেপনগরের রহিমের মাঝে। এই তর্কের জের ঘরে পূর্ব ঘোষণা অনুযায়ী পরেরদিন বিকেলে দুই গ্রামের মানুষ কম্বল ও লেপ মুড়িয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক কম্বল একাধিক জায়গায় ছিড়ে গিয়ে আহত হয় ও শতাধিক লেপ পানিতে ভিজে যায়।

কম্বলপুর গ্রামবাসীর বিরুদ্ধে অভিযোগ এনে লেপনগরের বাসিন্দারা বলেন, 'আমরা লেপ ভালোবাসি। লেপে আরাম। ওরা আমাদেরকে জোর করে কম্বল পরাতে চেয়েছিলো কেন?'

কম্বলপুরের করিম বলেন, 'আমরা জানি কম্বলে বেশি আরাম। সেজন্যই লেপনগরের মানুষের আরামের কথা ভেবে ওদেরকে কম্বল পরাতে যাই। ওরাতো কম্বল পরবেই না, উলটো আমাদেরকে লেপ পরাতে আসে। কত বড় সাহস!'

দুপক্ষ থেকেই যথাক্রমে লেপনগরের নাম পরিবর্তন করে কম্বলপুর ও কম্বলপুরের নাম পরিবর্তন করে লেপনগর রাখার হুশিয়ারি দেয়া হয়।

পরিস্থিতি শান্ত হয়ে দুই গ্রামবাসী যার যার গ্রামে চলে গেলে জ্যাকেট পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন একদল পুলিশ। সাথে সাথেই পরিস্থিতি আবারো উত্তেজিত হয়ে পড়ে। লেপ ও কম্বল ছেড়ে জ্যাকেট পরিধান করায় লেপনগর ও কম্বলপুর দুই গ্রামই পুলিশের উপর অতর্কিত আক্রমণ শুরু করে।

৯২১ পঠিত ... ১৩:৫৮, নভেম্বর ২৫, ২০২০

Top