হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্পকে বাসা ভাড়া দিতে চান মিরপুরের এক বাড়িওয়ালা

১৪৩০ পঠিত ... ১৪:২৮, নভেম্বর ১০, ২০২০

ঢাকার রাস্তায় মালপত্র বোঝাই একটি পিকআপ ভ্যানে করে ঘুরতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। হোয়াইট হাউজ ছাড়ার পর থাকার জন্য ঢাকাতেই দুই রুম ডাইনিংয়ের একটি ফ্ল্যাট বাসা খুঁজছেন তিনি।

হন্যে হয়ে বাসা খুঁজলেও বেশিরভাগ বাড়িওয়ালাই তাকে বাসা ভাড়া দিতে রাজি হননি। তবে মিরপুরের এক মহান বাড়িওয়ালা ট্রাম্পকে কিছু শর্ত সাপেক্ষে বাসা ভাড়া দিবেন বলে জানা গেছে।

শর্তনামা অনুযায়ী ওই বাড়িওয়ালা ট্রাম্পকে রাত ১১ টার মধ্যে বাসায় ফিরে আসার শর্ত দেন। অন্যথা ১১ টার পর সারারাত গেটের বাইরে অবস্থান করতে হবে বলেও জানান। তিনি আরো জানান, 'যখন তখন চায়নাকে নিয়ে ফেসবুক বা টুইটারের পোস্ট দেয়া যাবে না, কারণ আমার বাসার বেশিরভাগ ফিটিংই চায়নার।'

ট্রাম্পের পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় ট্রাম্পের জন্য কিছুটা ছাড় দিতে রাজি হন তিনি। সাধারণ ভাড়াটিয়াদের জন্য দিনে ১০ মিনিট করে পানি ছাড়ার ব্যবস্থা থাকলেও ট্রাম্প চাইলে নিচের ট্যাংকি থেকে প্রতিদিন অতিরিক্ত ১ বালতি করে পানি নিতে পারবেন বলে জানান তিনি।

মেজাজ দেখানো, লোকজন নিয়ে হইহুল্লোড় করা, বাসায় লোক সমাগম করাসহ অন্যান্য নিয়মভঙ্গের জন্য ১ মাসের নোটিশে বাসা ছাড়তে হবে বলেও জানান তিনি।

ট্রাম্পের ছেলে ও মেয়ে উভয়ের জন্যই ছাদে যাওয়া নিষেদ করা হয়। পানির অপচয়রোধে বাড়িওয়ালা আরো বলেন, 'ইভাঙ্কার হাজবেন্ড মাসে একদিনের বেশি বেড়াতে আসতে পারবে না। অন্য মেহমান তো একদমই এলাউড না।'

সকল শর্ত মেনে এক পর্যায়ে ট্রাম্প রাজি হয়ে যান। তবে কিছুক্ষণ পর মোবাইলের স্ক্রিনে চোখ বুলিয়ে বাড়িওয়ালা বলেন, 'আরেহ, আপনাকে মেলানিয়া ডিভোর্স দিবে দেখলাম। না ভাই, আমরা ব্যাচেলর ভাড়া দেই না। আপনার বাসা ভাড়া ক্যানসেল।'

১৪৩০ পঠিত ... ১৪:২৮, নভেম্বর ১০, ২০২০

Top