পুলিশ হেফাজতে নির্যাতন করবেন না প্লিজ: এস আই আকবর

১৬৮৪ পঠিত ... ২২:৪৫, নভেম্বর ০৯, ২০২০

গত অক্টোবরে সিলেটে রায়হান নামের এক যুবককে ১০ হাজার টাকার জন্য নির্যাতন করে মেরে ফেলা এস আই আকবর সীমান্তবর্তী এলাকায় জেলা পুলিশের হাতে ধরা পড়েছেন। সীমান্তের ওপরে খাসিয়া পল্লীতে বসবাস করছিলেন তিনি।

ধরা পড়ার পরপরই স্বেচ্ছায় থানা হাজতে যেতে চেয়ে তিনি বলেন, 'আমি স্বেচ্ছায় যাবো। কিন্তু প্রমিস করেন, থানায় নিয়ে মারধোর করবেন না? মানে আমি যেগুলা করতাম আর কি...'

কাঁদো কাঁদো মুখে তিনি আরো বলেন, 'পুলিশ হেফাজতে নির্যাতন করা খুবই খারাপ কাজ। এটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। পৃথিবীর কারোর সাথেই যেন এমনটা না ঘটে।'

এই সময়ে তিনি আদালতের মাধ্যমে রিমান্ডের অনুমতি দানকেও ঘৃণিত প্রথা বলে মত দেন।

ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে পুলিশি হেফাজতে নির্যাতন ও রিমান্ড নিয়ে সামাজিক সচেতনতামূলক কাজে জীবন ব্যয় করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চাকরি চলে যাওয়ার পর কী মিস করেছেন? আমাদের এমন প্রশ্নে আকবর হাত পাকাতে পাকাতে বলেন, 'আসামীদের পিটানোটা মিস করি খুব।'

এমন অপ্রস্তুত কথা বলেই তিনি জিহ্বায় কামড় দিয়ে ব্যথা পেয়ে চেঁচিয়ে বলেন, 'এই কে আছিস, একজন আসামি নিয়া আয়। ভুল করে ফেলছি। ওর জিহ্বায় কামড় দিমু।'

এই পর্যায়ে দায়িত্বরত এক পুলিশ অফিসার তাকে থাপ্পড় দিতে গেলে তিনি চঁচিয়ে বলেন, 'আরে, এ কী! পুলিশ হেফাজতে নির্যাতন করবেন না প্লিজ...'

১৬৮৪ পঠিত ... ২২:৪৫, নভেম্বর ০৯, ২০২০

Top