জো বাইডেনকে নিয়ে উদ্ভাস-ইউসিসি-মেডিকো-সাইফুর্সের টানাহেঁচড়া

১২০২ পঠিত ... ১৩:৪৬, নভেম্বর ০৭, ২০২০

আমেরিকার নির্বাচনে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন জো বাইডেন। জো বাইডেনের এই সফলতার পর তাকে নিয়ে শুরু হয়েছে টানাটানি। দেশের বিখ্যাত সব কোচিং সেন্টার ইতোমধ্যে মিষ্টিমুখো বাইডেনের ছবি দিয়ে লিফলেট ছাপিয়ে ফেলেছে।

উদ্ভাসের একটি ভুয়া সেন্টার থেকে জানা যায়, বাইডেন উদ্ভাসের আমেরিকা শাখার তুখোড় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বাইডেনের একটি বক্তৃতার রেফারেন্স ধরে তারা জানান, 'বুয়েট, ঢাবির মেধাবী ভাইয়াদের শিট ও পরামর্শ অনুসরণ করেই বাইডেন এই সফলতার বন্দরে পৌঁছাতে পেরেছেন।'

একই দাবি ইউসিসিরও। নিজেদের ভুয়া একটি প্রসপেক্টাসে বাইডেনের মুখে একসাথে দুইটা মিষ্টি ঢুকানোর ছবি দেখিয়ে বলা হয়, 'বাইডেন আমাদের শিক্ষার্থী। হাসি মুখে দুইটা পঁচা মিষ্টি খাওয়াই তার প্রমাণ।'

মেডিকো নামের একটি প্রতিষ্ঠান নিজেদের ফেক ফেসবুক পেজ থেকে বলেন, 'বাইডেনকে আমরা ডাক্তারি পড়িয়েছি। থুক্কু ডাক্তারি কোচিং। আমাদের এখান থেকে পড়েই বাইডেন ঢাকা মেডিকেল, জন হপকিন্স, কুইন্স এলিজাবেথ হসপিটালে চান্স পেয়েছে।'

'বাইডেন তো নির্বাচনে জিতেছে?' আমাদের এমন তথ্যে পেজটি থেকে বলা হয়, 'ওই হইলো তো। নির্বাচনের চাপে স্বাস্থ্য ভালো রাখার পরামর্শ আমরাই দিছি। নির্বাচন পরীক্ষার জন্য আমরাই সেরা।'

সাইফুরস নামক অন্য একটি কোচিং ও বাইডেনকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন। তারা বলেন, 'বাংলাদেশতো বাংলাদেশ, সাইফুরসে কোচিং করলে আমেরিকা নির্বাচন গুলিয়ে খাইয়ে দেয়া হবে। সাইফুরসে কোচিং করলে জয় একদম পান্তাভাতের পানি।'

বাইডেনের এমন সফলতার খবরের পর উদ্ভাস, ইউসিসি, ফোকাস, মেডিকো, সাইফুরস কোচিং সেন্টারে সামনে বিএনপির নেতাকর্মীদের লম্বা লাইন পড়ারও খবর পাওয়া গেছে।

১২০২ পঠিত ... ১৩:৪৬, নভেম্বর ০৭, ২০২০

Top