ফেরদৌসকে পাশে না রাখাই ছিল সবচেয়ে বড় ভুল: ডোনাল্ড ট্রাম্প

৯৭০ পঠিত ... ১৬:৩২, নভেম্বর ০৫, ২০২০

মার্কিন নির্বাচনে অনেকটাই হারার পথে ডোনাল্ড ট্রাম্প। কোন ধরণের অঘটন না ঘটলে মার্কিন মসনদে আর বসা হচ্ছেনা তার। এমতাবস্তায় হোয়াইট হাউজে 'নির্বাচনে ব্যর্থতার নেপথ্যে' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেন ট্রাম্প। সভা থেকে সর্বসম্মতিক্রমে স্বীকার করে নেয়া হয়, 'নির্বাচনী প্রচারণায় ফেরদৌসকে পাশে না রাখাই সবচেয়ে বড় ভুল ছিলো।'

ফেরদৌসকে একজন আন্তর্জাতিক মানের প্রচারণা দূত আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, 'ফেরদৌস যেখানেই যার প্রচারণা করেছে, সে কখনও হারেনি। আওয়ামী লীগ তো জিততেই আছে। ভারতে উনি অর্ধেক প্রচারণা করেছেন কেবল, তাতেই মমতাদি পাস করে গেছে। ফেরদৌসকে পুরো প্রচারণায় পেলে ফলাফল আমার পক্ষেই আসতো।'

এই মন্তব্যের পর ক্ষেপে যান ট্রাম্প। উত্তেজিত হয়ে চাইনিজ ভাষায় একটা গালি দেন তিনি। গালি দিয়ে একজন কর্মকর্তাকে বরখাস্ত করে তিনি বলেন, 'ট্যাকা কি কম দিছি? তোরা আনস নাই ক্যান? এখন এখানে ব্যর্থতা খুঁজতে আসছে। শালা বেঈমানের বেঈমান।'

হতাশায় মুষড়ে পড়ে ট্রাম্প বলেন, 'দরকার হলে আমাকে কইতি। আমি নিজে গিয়ে ফেরদৌস ভাইকে অনুরোধ করে নিয়ে আসতাম।'

এ বিষয়ে ফেরদৌসের সাথে যোগাযোগ করা হলে ফেরদৌসের একটি ফেক আইডি থেকে বলা হয়, 'ট্রাম্পের অনুরোধেও যেতে পারতাম না, আমি তো গোপনে বাইডেন ভাইয়ের জন্য প্রচারণা চালাইছি।'

অবশ্য ট্রাম্পকে হতাশও করছেন না তিনি। ট্রাম্পকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'আগে থেকে বুকিং দিয়া রাখলে সামনের নির্বাচনে ট্রাম্পকে আমাকে পাবে।'

৯৭০ পঠিত ... ১৬:৩২, নভেম্বর ০৫, ২০২০

Top