নির্বাচন বর্জন করলেন ট্রাম্প, ক্রিসমাসের পর কঠোর আন্দোলন

৯৪৮ পঠিত ... ২২:৩১, নভেম্বর ০৪, ২০২০

মার্কিন নির্বাচনে পিছিয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে আগেই সুক্ষ্ম কারচুরির অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলা করার ঘোষণা দিয়ে টুইট করেন তিনি। অতঃপর ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন, হেরে গেছেন ট্রাম্প। 

এদিকে এক আনঅফিশিয়াল বার্তায় বিএনপির পক্ষ থেকে জানা যায়, প্রহসনের এই নির্বাচন বর্জন করছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রিসমাসের পর দুর্বার আন্দোলনের কঠোর হুশিয়ারীর কথাও জানা যায়।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কমিটি থেকে অভিযোগ করে বলা হয়, 'অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিএনপির পোলিং এজেন্টকে মারধোর করেছে ডেমোক্রেটিক পার্টি। এছাড়াও রয়েছে আগের দিন ভোট হয়ে যাওয়ার অভিযোগ। মৃত ভোটারের ভোট কোন পক্ষে গেছে তা নিয়েও আছে সংশয়।'

সব মিলিয়ে এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলেও আখ্যা দেন ট্রাম্প প্রশাসন।

ক্রিসমাসের পর আমেরিকাতে ও ঈদের পর বাংলাদেশে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেয়া হয় ট্রাম্প-বিএনপি যৌথ প্রশাসন থেকে। তারা আরো বলেন, 'এই সরকার জনগণের সরকার নয়। এই সরকার ইলেক্ট্রোরাল কলেজের সরকার।'

ক্রিসমাস পর্যন্ত সময় বেধে দিয়ে বলা হয়, 'ক্রিসমাসের আগে ইলেকশন বাতিল না করলে ক্ষমতা ছাড়ার প্রশ্নই ওঠে না' এমনটাও জানানো হয়।

এদিকে ট্রাম্পকে ফলাফল মেনে নেয়ার আহবান করেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। ট্রাম্পকে স্বান্তনা দিয়ে তিনি বলেন, 'চোটো বাই মাতা থানডা করো। তানাই কেচ কর।'

৯৪৮ পঠিত ... ২২:৩১, নভেম্বর ০৪, ২০২০

Top