আমেরিকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি: উগান্ডিয়ান নির্বাচন কমিশনার

৪৩০ পঠিত ... ১৫:৫৮, নভেম্বর ০৪, ২০২০

চলছে আমেরিকান নির্বাচন। জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কোন ভোট কেন্দ্র থেকে পাওয়া যায়নি কোন ধরণের সহিংসতার অভিযোগ। ফলে এই নির্বাচনের সুষ্ঠুতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন উগান্ডিয়ান নির্বাচন কমিশনার নুরুল হক।

আমেরিকান নির্বাচন নিয়ে নিজের এক অলিখিত বিবৃতিতে তিনি 'এ কেমন নির্বাচন' বলে বিস্ময় প্রকাশ করেন। তিনি আরও বলেন, 'যে নির্বাচনে বিরোধী দলের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসার, বিরোধী প্রার্থীকে মারধোরের একটাও রোমহর্ষক ভিডিও নাই, কোথাও কোন খুনের ঘটনা নাই, নিউজগুলোতে জাল ভোট দেয়ার কোন ভিডিও নাই; সেই নির্বাচন কীভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়?'

ভোট কেন্দ্রগুলো এভাবে নিরাপত্তাহীনভাবে ফেলে রাখারও সমালোচনা করেন তিনি। আমেরিকাকে অগণতান্ত্রিক রাষ্ট ঘোষণা করে তিনি বলেন, 'সরকারি দলের ক্যাডাররা চাপাতি, লাঠি হাতে ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে না! এ কেমন বর্বরতা! এ কেমন নিরাপত্তাহীনতা! যদি বিরোধী দলের সমর্থকরা ভোট কেন্দ্রে চলেই আসে, সে নির্বাচন কীভাবে গণতান্ত্রিক হয়! নির্বাচন কি ছেলেখেলা নাকি!'

নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়েরও সমালোচনা করেন এই গুণী নির্বাচন কমিশনার। তিনি বলেন, সরকারি দলের ২০০ সিটের ব্যবধানে বিরোধী দল পাবে মাত্র ২ টি সিট। এটাই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্ট্যান্ডার্ড। অথচ এখানে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনে এটা কীভাবে সম্ভব?'

'আমেরিকার এই নির্বাচন তো অনুষ্ঠিত হওয়ারই যোগ্যতা রাখে না।' এমনটা উল্লেখ করে তিনি বলেন, 'নির্বাচন চলে আসলো, অথচ বিরোধী দলের সবাই বাইরে। অন্তত ৭৫% বিরোধী নেতাকর্মীকে মামলা হামলায় জেলে বা পলাতক না করে নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি এদেরকে কে দিয়েছে?'

আমেরিকান নির্বাচন কমিশনারকেও ধুয়ে দেন নুরুল হক। তিনি বলেন, 'এত ক্ষমতাধর রাষ্ট্রের নির্বাচন কমিশনারের অধীনে বিরোধী দল নির্বাচনে আসার আত্মবিশ্বাস কীভাবে পায়? এই নির্বাচন কমিশনার আমাদের জন্য লজ্জার।'

সবশেষে তিনি আমেরিকা এখনও প্রোপার গণতন্ত্র থেকে অনেক দূরে, এমন মতামত দিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলেন।

৪৩০ পঠিত ... ১৫:৫৮, নভেম্বর ০৪, ২০২০

Top