ট্রাম্প যেভাবে জিততে পারেন: ১০টি পিওর বাংলাদেশি ইলেকশন হ্যাক্স

৭৩৬ পঠিত ... ১৫:৪৮, নভেম্বর ০৩, ২০২০

আমেরিকার নির্বাচনে হালকা বেকায়দায় আছেন ট্রাম্প। পরিস্থিতি ক্লোজ হলেও ফলাফল বাইডেনের দিকেই ঝুকে আছে। এমন অবস্থায় জয় নিশ্চিত করতে ট্রাম্প এপ্লাই করতে পারেন কিছু খাঁটি বাংলাদেশি ইলেকশন পলিসি। ভবিষ্যতে ট্রাম্পের ইলেকশন এডভাইজার পদ পাওয়ার আশায় সেসব ভেবে বের করেছেন eআরকির ইলেকশন এক্সপার্টের দল!


১# শুরুতেই ট্রাম্পের উচিত হবে 'নুরুল হক পুরষ্কার' প্রাপ্ত একজন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া। জিতানোর কাজ ওনারাই নিয়ে নিবে।

২# আমেরিকার মৃত নাগরিকদের ভোট দেয়ার অধিকার দেয়া। ইতিহাস সাক্ষী, মৃত নাগরিকদের ভোট সবসময় ক্ষমতাসীন দলের ব্যালটে যায়।

৩# প্রতিটি কেন্দ্রে অসংখ্য অ্যাসিস্ট্যান্ট ভোটার নিয়োগ দেয়া। কষ্ট করে ভোটারের ভোট দিতে হবে না, ভোট দিবে অ্যাসিস্ট্যান্ট ভোটাররাই। এক্ষেত্রেও ইতিহাস সাক্ষী, অ্যাসিস্ট্যান্ট ভোটারের ভোট সবসময় ক্ষমতাসীন দলের ব্যালটে যায়।

৪# ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য অবশ্যই কিছু প্রহরী নিয়োগ দিতে হবে। তারা শক্ত হাতে ভোটারদের ভোটকেন্দ্রের ১০ কিলোমিটারের মধ্যে প্রবেশ থেকে বিরত রাখবে।

৫# একটু আগেভাগে ফলাফল নিজের পক্ষে নিয়ে আসার জন্য নিশিভোটের ব্যবস্থা রাখতেই হবে। নিশিভোটে সবসময় ক্ষমতাশীল প্রার্থীই জেতে।

৬# বিরোধীদের জন্য বরাদ্দকৃত প্রতিটি মামলা তাদের বুঝিয়ে দিয়ে এবং ক্ষমতাসীনদের নিরবচ্ছিন্ন প্রচারণার সুযোগ রাখার মাধ্যমে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

৭# ট্রাম্প নির্বাচনী থিম সং বানিয়েছে কি না শিওর না। যদি না বানিয়ে থাকে তাহলে দ্রুত বাংলাদেশ থেকে কিছু নির্বাচনী গীতিকার, সুরকার ও গায়ক নিয়োগ দিতে হবে।

৮# টম ক্রুজ, কিয়ানু রিভস, অ্যাঞ্জেলিনা জোলি এমন হলিউড স্টারদের প্রচারণার কাজে নিয়োগ দিলে জয় শতভাগ নিশ্চিত। আরো নিশ্চিত হওয়ার জন্য এমন কয়েকজনকে কাউন্সিলর পদে দাঁড় করিয়ে দিতে পারে। তবে ফেরদৌসকে নিয়োগ দিলে সবচেয়ে ভালো...

৯# কেন্দ্রে কেন্দ্রে 'কেন্দ্রে আসতে হবে না আপনার ভোট হয়ে গেছে' টাইপ সচেতনতামূলক বাণী বাজাতে হবে। তবে যেহেতু ভোট অনলাইনে হচ্ছে, সে ক্ষেত্রে 'নেটে ঢুকতে হবে না আপনার ভোট হয়ে গেছে' মোবাইলে এমন মেসেজও পাঠানো যায়...

১০# ভোট শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে বিরোধী দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিতে হবে।

৭৩৬ পঠিত ... ১৫:৪৮, নভেম্বর ০৩, ২০২০

Top